Ajker Patrika

ভোটার যদি কেন্দ্রে না যায় সেটা আমার বোনের জন্য কলঙ্ক হবে: কাদের সিদ্দিকী 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৯: ১২
ভোটার যদি কেন্দ্রে না যায় সেটা আমার বোনের জন্য কলঙ্ক হবে: কাদের সিদ্দিকী 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বিএনপি এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে, নিয়ন্ত্রণহীন রাজনীতি অর্থহীন। সংবিধান অনুসারে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আমি চাই, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিক। ভোটারের উপস্থিতি যদি না হয়, তাহলে সেটা আমার বোনের (শেখ হাসিনা) জন্য কলঙ্কজনক হবে।’

আজ বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সড়কের পাশে ফেলে যাওয়া বৃদ্ধকে দেখতে এসে আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বিএনপির উদ্দেশে বলেন, ‘রাজনীতিতে যেই মাত্র জ্বালাও-পোড়াও-ভাঙচুর আসবে, সেই মাত্র বুঝতে হবে যারা এসব করছে তারা হেরে যাচ্ছে। আমরা আইয়ুব খানকে জ্বালাও-পোড়াও করে বিদায় করিনি, আমরা লাখো মানুষ রাস্তায় বেরিয়ে তাকে স্তব্ধ করে দিয়েছিলাম। তার পুলিশ, ইপিআর ও আর্মিকে স্তব্ধ করে বঙ্গবন্ধুকে জেলের তালা ভেঙে বের করে এনেছিলাম। আজকে যদি তারা তেমন গণ-অভ্যুত্থান করতে পারেন, করবেন।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘আমেরিকা এসে তাদের ক্ষমতায় বসিয়ে যাবে—এটা মানুষ মেনে নেবে না। বিশেষ করে ইসরাইল এখন গাজায় যা করছে, আমেরিকা তাদের কর্মকাণ্ডকে একেবারে সর্বসম্মতভাবে সাহায্য করছে। যারা মানুষ হত্যার পেছনে থাকে, বাংলার মানুষ তাদের সঙ্গে থাকবে না। মুক্তিযুদ্ধের সময় আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়েও পরাজিত হয়েছিল। এবার না হয় অষ্টম নৌবহর, না হয় দশম নৌবহর পাঠাবে।’

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, পৌর মেয়র শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য সৈয়দ মাহবুবুর রহমান পারভেজ, আবুল হোসেন, ফরিদ আহমেদ, যুব আন্দোলন সভাপতি হাবিবুন নবী সোহেল, যুবনেতা ইমরান জিসান, শাকিলুর রহমান শাকিল, রাসেল মোহাম্মদ ডালিম প্রমুখ উপস্থিত ছিলেন । এর আগে সকালে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাদের সিদ্দিকী বীর উত্তমকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

৬ অক্টোবর কুমিল্লার বড় গোবিন্দপুর এলাকায় হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে অসুস্থ বৃদ্ধ বাবাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রেখে যায় ছেলেরা। ওই বাবা কয়েক দিন ছেলেদের জন্য সড়কের পাশে হুইলচেয়ারে বসে দিন-রাত অপেক্ষা করেন। পরে স্থানীয় এক নারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। আজ বৃদ্ধকে দেখতে যান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত