Ajker Patrika

কুমিল্লায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মুরাদনগর থানায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সোহেল মিয়া এ মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মনিরুল ইসলাম (৩২)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গান্দ্রা সরকার বাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকার দারুল কোরআন হিফজ মাদ্রাসার আবাসিক ছাত্র ভুক্তভোগী শিশু। সে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। একই মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশোনা করে আসছিলেন হাফেজ মনিরুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার সকল শিক্ষার্থীরা ঘুমিয়ে থাকা অবস্থায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই শিক্ষক। পরে ওই দিনই কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে শিশুটি। পরে সোমবার সকালে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

একটি রাজনৈতিক দলের মুখে আল্লাহর নাম, নির্বাচনে জিততে করে মিথ্যাচার: জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত