চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় মাছের দোকানের কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মনির আহমদ (৩৮)। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া আবু ছিদ্দিকের ছেলে।
চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন মনির আহমদ। তাঁর দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তাঁর আপন মামাতো ভাই মোহাম্মদ মারুফ ও আজাদ ওরফে বাবু। কিছু দিন আগে মাছের দোকানে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে আজাদকে চড় মারেন মনির। এতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সোয়া ১২টার দিকে মনির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মারুফ, আজাদসহ আরও কয়েকজন যুবক মনিরের গতিরোধ করেন। তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করেন আজাদ। এ সময় গুরুতর আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, মনিরের বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে গভীর ক্ষত হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মনিরের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে মামলা হিসেবে নেওয়া হবে। হত্যাকাণ্ডে যাঁরা অভিযুক্ত, তাঁদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় মাছের দোকানের কর্মচারীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম মনির আহমদ (৩৮)। তিনি চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া আবু ছিদ্দিকের ছেলে।
চকরিয়া থানা-পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার কাঁচাবাজারে মাছের ব্যবসা করতেন মনির আহমদ। তাঁর দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তাঁর আপন মামাতো ভাই মোহাম্মদ মারুফ ও আজাদ ওরফে বাবু। কিছু দিন আগে মাছের দোকানে টাকার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ নিয়ে আজাদকে চড় মারেন মনির। এতে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল সোয়া ১২টার দিকে মনির বাড়িতে যাচ্ছিলেন। এ সময় মারুফ, আজাদসহ আরও কয়েকজন যুবক মনিরের গতিরোধ করেন। তাঁদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে মনিরকে ছুরিকাঘাত করেন আজাদ। এ সময় গুরুতর আহত মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, মনিরের বুকের মাঝখানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে গভীর ক্ষত হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য মনিরের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ করলে মামলা হিসেবে নেওয়া হবে। হত্যাকাণ্ডে যাঁরা অভিযুক্ত, তাঁদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্যপদ (রুকনিয়াত) স্থগিত করেছে দলটি। বুধবার (১৭ সেপ্টেম্বর) জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২ মিনিট আগেরাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে (৫৫) সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ফের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১০ মিনিট আগেসিলেটে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালের কর্মীরাও পাল্টা হামলা চালান। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সিলেটের ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগের্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে আগৈলঝাড়া থানায় মামলা করেছেন।
২৮ মিনিট আগে