চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এ ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের ছেলে। তিনি বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে স্টেশনের তিন রাস্তার মাথায় সোহায়েতসহ পাঁচ-ছয়জন যুবক গল্প করছিলেন। এ সময় নাপিতখালীপাড়ার দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে সোহায়েতকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর ঘাড়ে লাগে, এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোহায়েত। অটোরিকশাটি চলে যাওয়ার সময় আরও এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহতের ঘাড়ে গুলি লাগার চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন রাতে বদরখালীর নুরুল হুদাকে অপহরণ করে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল হুদার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত সোহায়েতকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোহায়েতকে কারা গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি শফিকুল আরও বলেন, বদরখালীর নুরুল হুদা হত্যা মামলায় সোহায়েতকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে থাকার পর জামিনে বের হয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহায়েত হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর গ্রামে এ ঘটনা ঘটে। সোহায়েত বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া গ্রামের নুরুল আজিজের ছেলে। তিনি বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বদরখালী আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে স্টেশনের তিন রাস্তার মাথায় সোহায়েতসহ পাঁচ-ছয়জন যুবক গল্প করছিলেন। এ সময় নাপিতখালীপাড়ার দিক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা এসে সোহায়েতকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর ঘাড়ে লাগে, এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সোহায়েত। অটোরিকশাটি চলে যাওয়ার সময় আরও এক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির আহাম্মদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, নিহতের ঘাড়ে গুলি লাগার চিহ্ন রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ জুন রাতে বদরখালীর নুরুল হুদাকে অপহরণ করে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল হুদার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার রায়ে আদালত সোহায়েতকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে মৃত্যুদণ্ড দেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে নিজ এলাকায় ফিরেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোহায়েতকে কারা গুলি করেছে তা জানা সম্ভব হয়নি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
ওসি শফিকুল আরও বলেন, বদরখালীর নুরুল হুদা হত্যা মামলায় সোহায়েতকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর কারাগারে থাকার পর জামিনে বের হয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন অপরাধে তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২৫ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৪১ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
১ ঘণ্টা আগে