Ajker Patrika

কক্সবাজারে যৌথ বাহিনীর হাতে ওয়ার্ড কাউন্সিলর আটক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪০
কক্সবাজারে যৌথ বাহিনীর হাতে ওয়ার্ড কাউন্সিলর আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন সিকদারকে আটক করেছে যৌথ বাহিনী। 

গতকাল রোববার রাতে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। শাহাব উদ্দিন সিকদার (৩৩) শহরের আলীর জাহাল এলাকার হোসেন মাস্টারের ছেলে।

যৌথ বাহিনীর পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক শাহাব উদ্দিন সিকদারের বিরুদ্ধে হত‍্যাচেষ্টা, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক, ভূমিদখল, অর্থ আত্মসাতের মামলাসহ শতাধিক অভিযোগ রয়েছে। 

এসব অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে দক্ষিণ রুমালিয়ারছড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে তাঁর পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আটক শাহাব উদ্দিন তাঁর বড় ভাই বিএনপি নেতা ইমরান সিকদারের ছত্রচ্ছায়ায় এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, কাউন্সিলর শাহাব উদ্দিন সিকদারকে যৌথ বাহিনী থানায় হস্তান্তর করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...