কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
কক্সবাজার সমুদ্রসৈকতে ভেসে আসা একটি ট্রলার থেকে ১০টি মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্যে ৫দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুই আসামিকে কক্সবাজারের মহেশখালী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন আজ বুধবার দুপুরে আদালতে তুলেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। রিমান্ড শুনানি শেষে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা আসামিদের ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ট্রলারের মালিক সামশুল আলমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। ট্রলার থেকে মালিকের লাশও উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকার বাইট্টা কামাল (৪৫) ও করিম সিকদারকে(৫৫) গ্রেপ্তার করেছে। তাঁরা এই মামলায় এজাহারভুক্ত আসামি। এদের মধ্যে বাইট্টা কামাল ১ নম্বর ও করিম সিকদার ৪ নম্বর আসামি। এজাহারে নাম থাকা অপর দুই আসামি মাতারবাড়ীর আনোয়ার হোসেন ও বাবুল মাঝি।
গত সোমবার সন্ধ্যায় ১০ লাশের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা তাদের শনাক্ত করে বাড়ি নিয়ে দাফন করেন। চারজনের একাধিক দাবিদার হওয়ায় গতকাল বুধবার পর্যন্ত হস্তান্তর করা হয়নি। পুলিশ ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।
এ ঘটনায় রহস্য উদ্ঘাটনে পুলিশের বিভিন্ন বিভাগের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার ক্লু উদঘাটন সম্ভব হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাগরে ডুবন্ত ট্রলারটি অন্য একটি মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে গত রোববার দুপুরে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার রক্ষার চেয়ে লঙ্ঘন বেশি হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হোটেলের সম্মেলনকক্ষে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া র্যাবের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি যুবদলের নেতা মো. এমদাদ প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভাংনাহাটি গ্রামের মেয়ের বাড়ি থেকে তাঁকে আটক করে র্যাব-১।
২০ মিনিট আগেনৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ। আগামী অক্টোবর থেকে এই জাহাজ চলাচল শুরু হবে।
৩৪ মিনিট আগেনেত্রকোনায় পূর্ব বিরোধের জেরে বাসা থেকে ডেকে এনে মো. জাহাঙ্গীর আলম (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের চল্লিশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে