কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কক্সবাজার সদরে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার গভীর রাতে খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা নামের একটি হ্যাচারিতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আলী আকবর (৩৫)। তিনি খুরুশকুলের কুলিয়াপাড়ার আলী আহমদের ছেলে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় এক নেতাসহ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন হ্যাচারির মালিকের ছেলে রাইয়ান কাশেম, তাঁর চাচা তানভীর কাশেম এবং নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মো. মিজান। রাইয়ান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির কক্সবাজারের সক্রিয় নেতা। রাইয়ানের বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
আলী আকবরের পরিবারের অভিযোগ, তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে মাছ চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজিত জনতা রাইয়ানকে মারধর করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রাইয়ানের দাবি, তাঁদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতেনাতে ধরেন নৈশপ্রহরীরা। পরে আকবর আঘাত করলে আত্মরক্ষার্থে নৈশপ্রহরীরা পাল্টা আঘাত করেন। এতে মারা যান তিনি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এ ঘটনায় তাৎক্ষণিক চারজনকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘এনসিপি নেতা রাইয়ান কাশেমকে জনরোষ থেকে রক্ষা করার জন্য ঘটনাস্থল থেকে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের কেশবপুর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য না পেয়ে সড়ক অবরোধ করেছেন কার্ডধারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় তাঁরা যশোর-চুকনগর সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে যাত্রীবাহী বাসসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও চালকেরা
৫ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেভারী বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর বাঁধ ভেঙে সদর বাজারসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার পানির তীব্র স্রোতে নদীর তীরবর্তী অন্তত পাঁচটি ঘর ভেঙে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন নদীর পাড়ের মানুষ।
৪০ মিনিট আগেবাগেরহাটের চিতলমারী উপজেলায় দাদার বাড়িতে ঢাকা থেকে বেড়াতে এসেছিল ৯ বছরের শিশু নূর কাদের মোল্লা। পুকুরে গোসল করতে নেমে একপর্যায়ে ডুবে যাচ্ছিল শিশুটি। বিষয়টি দেখতে পেয়ে নাতিকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন শাহজাহান মোল্লা (৮০)। কিন্তু দুজনের কেউ বেঁচে ফিরতে পারেনি।
১ ঘণ্টা আগে