চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। তবে ডলার পাচারকারীরা পালিয়ে গেছেন বলেও জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চোরাকারবারিরা দর্শনা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইউএস ডলার পাচার করবে বলে গোপন তথ্য পাওয়া যায়। এ খবরে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ৮৬ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় আনুমানিক পৌনে ১১টার দিকে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্য দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখে বিজিবি টহলদল। এ সময় তাঁর গতিরোধের চেষ্টা করলে তিনি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। ব্যাগের মধ্যে ২টি বান্ডিলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করে।
বিজিবি পরিচালক পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, এ বিষয়ে দর্শনা থানায় মামলা করা হবে এবং উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গার ফুলবাড়ি সীমান্ত থেকে ২০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ফুলবাড়ি সীমান্ত থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। তবে ডলার পাচারকারীরা পালিয়ে গেছেন বলেও জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
বিজিবি কর্মকর্তা সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, চোরাকারবারিরা দর্শনা ফুলবাড়ী সীমান্ত দিয়ে ইউএস ডলার পাচার করবে বলে গোপন তথ্য পাওয়া যায়। এ খবরে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ির বিজিবি সশস্ত্র টহল দল সীমান্ত পিলার ৮৬ হতে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠের মধ্যে অবস্থান নেয়। এ সময় আনুমানিক পৌনে ১১টার দিকে এক ব্যক্তিকে একটি ব্যাগ হাতে ফুলবাড়ী মাঠের মধ্য দিয়ে পার্শ্বের গ্রামের দিকে যেতে দেখে বিজিবি টহলদল। এ সময় তাঁর গতিরোধের চেষ্টা করলে তিনি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল ফেলে যাওয়া ব্যাগটি জব্দ করে। ব্যাগের মধ্যে ২টি বান্ডিলে ১০০ ইউএস ডলার মানের ২০০টি নোট উদ্ধার করে।
বিজিবি পরিচালক পরিচালক সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরও বলেন, এ বিষয়ে দর্শনা থানায় মামলা করা হবে এবং উদ্ধার হওয়া ইউএস ডলারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজধানীর উত্তরখান থেকে কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী দলের নেতা মোরশেদ আলম (৪৮) ও দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে সেনাবাহিনী। অন্যরা হলেন— মোরশেদের সহযোগী মো. আলম (২৮), মো. হাসানুল (২২), পারুল (৪৮) ও বেবী (৪২)।
২৩ মিনিট আগেস্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
৩৮ মিনিট আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে।
১ ঘণ্টা আগে