টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে মাদক মামলার এক নারী আসামি চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি হলেন মনোয়ারা খাতুন (৩০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে গতকাল বুধবার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে।
আজ বৃহস্পতিবার মনোয়ারা ও নাজমুলকে আদালতে সোপর্দ করার কথা ছিল। তবে সকাল ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মূলত নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এত সকালে থানায় বেশি পুলিশ ছিল না।
মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরও বলেন, মনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাড়া থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় পেনালকোডে একটি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় হস্তান্তর করার পর আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে।
টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে মাদক মামলার এক নারী আসামি চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পালিয়ে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি হলেন মনোয়ারা খাতুন (৩০)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে গতকাল বুধবার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেলসহ আটক করে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। পরে বিজিবি বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে।
আজ বৃহস্পতিবার মনোয়ারা ও নাজমুলকে আদালতে সোপর্দ করার কথা ছিল। তবে সকাল ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, মূলত নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ভোর ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এত সকালে থানায় বেশি পুলিশ ছিল না।
মোহাম্মদ রিয়াজুল ইসলাম আরও বলেন, মনোয়ারার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাড়া থানা হেফাজত থেকে পালানোর ঘটনায় পেনালকোডে একটি মামলা করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বলেন, থানায় হস্তান্তর করার পর আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। এ বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে।
চলতি বছরের নিম্নমাধ্যমিক পরীক্ষায় (এসএসসি পুনর্নিরীক্ষণের) ৩৪টি উত্তরপত্রে ফল জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকালে দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়...
১৫ মিনিট আগেদক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
২৬ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
৩৮ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
৪৪ মিনিট আগে