চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।
চুয়াডাঙ্গায় কৃষিপণ্য পরিবহনে ট্রেনে লাগেজ ভ্যানের চার দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে জেলা কৃষক জোট। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন করেন কৃষক নেতারা।
চার দফা দাবগুলো হলো—অল্প খরচে কৃষকের ফল, ফসল ও সবজি পরিবহনের জন্য ট্রেনের সঙ্গে সংযুক্ত লাগেজ ভ্যানের ব্যবস্থা করা, লাগেজ ভ্যানে কী কী মালামাল পরিবহন করা যাবে, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার পরিমাণ নির্ধারণ করা, মালামাল পরিবহনের নিয়ম ও ভাড়ার তালিকা বিল বোর্ডের মাধ্যমে স্টেশনের ভেতরে ও বাইরে প্রদর্শন করা, কৃষকেরা যাতে মাঠ বা বাড়ি থেকেই মালামাল বুকিং, ক্যানসেল ও মালামাল পরিবহনের প্রয়োজনীয় তথ্য পেতে পারে তার ব্যবস্থা করা।
মানববন্ধনে কৃষক জোটের নেতারা বলেন, চুয়াডাঙ্গার জেলার উৎপাদিত সবজি ট্রেনে পরিবহন করতে কোনো কার্যকর পরিকল্পনা করা হয়নি। ফলে লাগেজ ভ্যানগুলো কৃষকের কাজে আসছে না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ রেলওয়ের রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা স্টেশনমাস্টারের সঙ্গে বারবার যোগাযোগ করেও ফল পাওয়া যায়নি।
তাঁরা আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের নেতারা গত ৯ জুলাই রাজশাহী গিয়ে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারের (সিসিএম) সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কৃষকদের সমস্যা তুলে ধরে লাগেজ ভ্যানগুলো কার্যকরভাবে পরিচালনার দাবি জানানো হয়।
কৃষক জোট নেতার কথা শুনে রেলওয়ে পশ্চিম জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) বলেছিলেন, লাগেজ ভ্যান পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। আরও কিছুর প্রয়োজন হলে স্টেশনমাস্টার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা গ্রহণ করবেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক জোটের সভাপতি এস এম আব্দুল মোমিন টিপু, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সদস্য জাহানারা বেগম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমুখ।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
৮ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
২২ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে