Ajker Patrika

কর্ণফুলী নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারসংলগ্ন কর্ণফুলী নদীতে ভেসে আসা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশের একটি দল। গতকাল সোমবার (৩ মার্চ) রাতে নগরীর ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মৃত যুবকের বয়স ৩০-৩৫ বছর হবে। তাঁর পরনে কালো রঙের ফুল গেঞ্জি ছিল। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃতদেহটি প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। পচে গিয়ে সারা শরীর ফুলে গেছে। মুখমণ্ডলও অনেকটা বিকৃত হয়ে গেছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত