কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হতো। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক, বড় উঠান ইউনিয়ন পরিষদ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিতভাবে জানিয়েছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিত। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়স্বজনকে দাওয়াত দিত।
অন্যদিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলীখেলাও এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।
এরশাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী ও আলী ফেরদৌস খান জানান, ১০০ বছরের বেশি সময় ধরে ৪ বৈশাখ এ মেলা হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের কাছে এটি সরকারের মেলা নামে পরিচিত। এ বছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকেরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আরও খবর পড়ুন:
চট্টগ্রামের কর্ণফুলীর জমিদার আন্নর আলী খাঁর চালু করা ২০০ বছরের ঐতিহ্যবাহী মিয়ার বৈশাখী মেলা এ বছর হচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলা উদ্যাপন কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে মিয়াবাড়ির বংশধর ও আয়োজক কমিটির সদস্য শাহাদাত হোসেন খান বিষয়টি আজকের পত্রিকা'কে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী এই মেলা প্রতিবছর বৈশাখের ৭ ও ৮ তারিখে অনুষ্ঠিত হতো। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বছর বৈশাখী মেলা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি আমরা চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রশাসক, বড় উঠান ইউনিয়ন পরিষদ ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিতভাবে জানিয়েছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২০০ বছর ধরে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দিত। মেলার ঐতিহ্য অনুযায়ী স্থানীয় পরিবারগুলো আত্মীয়স্বজনকে দাওয়াত দিত।
অন্যদিকে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের জমিদার এরশাদ আলী সরকারের বৈশাখী মেলা ও বলীখেলাও এ বছর না করার সিদ্ধান্ত নিয়েছে মেলা আয়োজক কমিটি।
এরশাদ আলী স্টেটের মেলা আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ হানিফ চৌধুরী, আলী নেওয়াজ খান, হানিফ মুহাম্মদ এনামুল করিম চৌধুরী ও আলী ফেরদৌস খান জানান, ১০০ বছরের বেশি সময় ধরে ৪ বৈশাখ এ মেলা হয়ে আসছে। আনোয়ারাসহ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাসিন্দাদের কাছে এটি সরকারের মেলা নামে পরিচিত। এ বছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মেলার আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে আয়োজকেরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
আরও খবর পড়ুন:
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে