Ajker Patrika

পরিস্থিতি সামাল দিতে চবির শাটল ট্রেন বন্ধ করল প্রশাসন

চবি সংবাদদাতা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৫: ০২
পরিস্থিতি সামাল দিতে চবির শাটল ট্রেন বন্ধ করল প্রশাসন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার এই বিক্ষোভের ডাক দিলে বিপরীতে একই কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। উভয় পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বিরূপ পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান এই বাহন বন্ধ রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ অহিদুল আলম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, ‘গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল একটি তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা নষ্ট করার জন্য একদল লোক শহর থেকে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে আসছে। এমন খবরে শাটল ট্রেন বন্ধ করে দিই। আজ সারা দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখব। যদি শৃঙ্খলা বজায় থাকে, তাহলে কাল বুধবার থেকে ট্রেন চলবে।’

শাটল বন্ধের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের শহরে যাওয়ার প্রধান বাহন শাটল ট্রেন। কোনো কারণ ছাড়াই এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন অন্যান্য কাজে শহরে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে।’

এর আগে গতকাল সোমবার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বেলা আড়াইটার শাটলে করে শহরের উদ্দেশে রওনা হলে ট্রেনটি ছাত্রলীগের নেতা-কর্মীরা আটকে দেয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবির সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে ধরে প্রক্টরের কাছে নিয়ে যায় তারা। একপর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করার ছবি ও ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়ে।

দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পর গতকালের বেলা আড়াইটার শাটল ট্রেনটি শহরের উদ্দেশে ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন শহর ছেড়ে আসেনি।

গতকাল চবি ক্যাম্পাসের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী নাঈম আরাফাত আন্দোলনকারী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহবুব পাটোয়ারীকে রাস্তায় ফেলে পেটায় এবং অশ্লীলভাবে গালাগাল করে। নাঈম আরাফাত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ ছাড়া ভিডিওতে শাখা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক মাহির মাহফুজ, সাবেক আইন সম্পাদক খালেদ মাসুদ, সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক সোমেন দত্ত, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী শরীফ উদ্দিন, রেড সিগন্যাল গ্রুপের রাকিবুল হাসান দিনার, সিএফসি গ্রুপের ইয়াসিন ও আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরকে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত