নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আগ্রাবাদের চৌমুহনী থেকে ১০ নম্বর বাসে ওঠেন ঠিকাদার মো. ইসমাইল। ২ নম্বর গেটে নামার পর ১৫ টাকা ভাড়া দাবি করেন ওই বাসের হেলপার। এটুকু পথ আগে ৭ টাকায় যেতেন, এখন দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া দাবি করায় প্রতিবাদ জানান তিনি। হেলপারের সঙ্গে তর্কাতর্কির মধ্যে ইসমাইলের পাশে দাঁড়ান বাসে থাকা সব যাত্রীও। এক জোট হয়ে বাসটিকে দাঁড় করিয়ে দায়িত্বে থাকা পুলিশের সার্জেন্ট মো. মামুনকে ধরিয়ে দেন। আজ বুধবার বেলা ১১টার এ ঘটনাটি ঘটেছে। আগ্রাবাদ-মুরাদপুর রুটে চলাচল করা চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সিটি সার্ভিসের ১০ নম্বর গাড়ি এটি।
ঠিকাদার ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ার আগে চৌমুহনী থেকে ২ নম্বর গেট পর্যন্ত ৭ টাকার ভাড়ায় আসতাম। যেহেতু তেলের দাম বেড়েছে, তাহলে ১০ টাকা নিক। কিন্তু ১৫ টাকা কীভাবে নেবে?’
ওই বাসে থাকা বেসরকারি চাকরিজীবী মো. আসহাব রহমান বলেন, ‘ইসমাইল ভাই তর্কাতর্কি করার পর আমরা তাঁর পাশে দাঁড়াই। ওই বাসের হেলপার সবার থেকে দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছিল। বাসে থাকা ২০-৩০ জন সবাই প্রতিবাদ করি। পুলিশের হাতে বাসটি তুলে দিই।’
সরেজমিন আগ্রাবাদ, জিইসি মোড়, ২ নম্বর গেট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ যাত্রীর অভিযোগ বাসভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে। যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ। নগরের ২ নম্বর গেটে কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হয়। তাঁরা যাত্রীদের অভিযোগ অস্বীকার করে নির্ধারিত ভাড়া নিচ্ছেন বলে আজকের পত্রিকাকে জানান।
জিইসি মোড়ে ১০ নম্বর বাসের আব্দুর রহমান নামে এক হেলপার জানান, ৭ টাকার স্থলে ১৫ টাকা আর ১০ টাকার স্থলে ১৭ টাকা নিচ্ছেন। অথচ ৮ টাকা ৮৯ পয়সা ও ১২ টাকা ২৭ পয়সা নেওয়ার কথা।
কিছু কিছু বাসে নির্ধারিত ভাড়া নিতে দেখা গেছে। তবে কোনো বাসেই এখনো ভাড়ার তালিকা টাঙানো হয়নি।
অতিরিক্ত ভাড়া যাঁরা আদায় করছেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। শুক্রবার থেকে ডিজেল ও গ্যাসচালিত বাসগুলোতে চিহ্নিতকরণ চিহ্ন দেওয়া হবে। যেসব বাস ডিজেলচালিত সেগুলোতে লাল ও গ্যাসচালিত বাসগুলোতে সবুজ চিহ্ন দেওয়া হবে। শহরের মধ্যে চলাচল করা ৯০ শতাংশই গ্যাসচালিত।’ দূরপাল্লার বাসগুলো ডিজেলচালিত বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবারের মতো বুধবারও অভিযান চালিয়েছে বিআরটিএ।
অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা (আদালত-১১) জানান, বুধবার রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়। সিএনজিচালিত ১৭টি, ডিজেলচালিত ২১টিসহ মোট ৩৮টি বাসে অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে দুটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করেছে। এ জন্য মামলার পাশাপাশি বাস দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন সব মিলিয়ে ৯টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান একিমিত্র চাকমা।
আগ্রাবাদের চৌমুহনী থেকে ১০ নম্বর বাসে ওঠেন ঠিকাদার মো. ইসমাইল। ২ নম্বর গেটে নামার পর ১৫ টাকা ভাড়া দাবি করেন ওই বাসের হেলপার। এটুকু পথ আগে ৭ টাকায় যেতেন, এখন দ্বিগুণের চেয়ে বেশি ভাড়া দাবি করায় প্রতিবাদ জানান তিনি। হেলপারের সঙ্গে তর্কাতর্কির মধ্যে ইসমাইলের পাশে দাঁড়ান বাসে থাকা সব যাত্রীও। এক জোট হয়ে বাসটিকে দাঁড় করিয়ে দায়িত্বে থাকা পুলিশের সার্জেন্ট মো. মামুনকে ধরিয়ে দেন। আজ বুধবার বেলা ১১টার এ ঘটনাটি ঘটেছে। আগ্রাবাদ-মুরাদপুর রুটে চলাচল করা চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সিটি সার্ভিসের ১০ নম্বর গাড়ি এটি।
ঠিকাদার ইসমাইল আজকের পত্রিকাকে বলেন, ‘তেলের দাম বাড়ার আগে চৌমুহনী থেকে ২ নম্বর গেট পর্যন্ত ৭ টাকার ভাড়ায় আসতাম। যেহেতু তেলের দাম বেড়েছে, তাহলে ১০ টাকা নিক। কিন্তু ১৫ টাকা কীভাবে নেবে?’
ওই বাসে থাকা বেসরকারি চাকরিজীবী মো. আসহাব রহমান বলেন, ‘ইসমাইল ভাই তর্কাতর্কি করার পর আমরা তাঁর পাশে দাঁড়াই। ওই বাসের হেলপার সবার থেকে দ্বিগুণের বেশি ভাড়া দাবি করছিল। বাসে থাকা ২০-৩০ জন সবাই প্রতিবাদ করি। পুলিশের হাতে বাসটি তুলে দিই।’
সরেজমিন আগ্রাবাদ, জিইসি মোড়, ২ নম্বর গেট ঘুরে দেখা গেছে, বেশির ভাগ যাত্রীর অভিযোগ বাসভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে। যদিও সরকার ভাড়া বাড়িয়েছে ২৭ শতাংশ। নগরের ২ নম্বর গেটে কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হয়। তাঁরা যাত্রীদের অভিযোগ অস্বীকার করে নির্ধারিত ভাড়া নিচ্ছেন বলে আজকের পত্রিকাকে জানান।
জিইসি মোড়ে ১০ নম্বর বাসের আব্দুর রহমান নামে এক হেলপার জানান, ৭ টাকার স্থলে ১৫ টাকা আর ১০ টাকার স্থলে ১৭ টাকা নিচ্ছেন। অথচ ৮ টাকা ৮৯ পয়সা ও ১২ টাকা ২৭ পয়সা নেওয়ার কথা।
কিছু কিছু বাসে নির্ধারিত ভাড়া নিতে দেখা গেছে। তবে কোনো বাসেই এখনো ভাড়ার তালিকা টাঙানো হয়নি।
অতিরিক্ত ভাড়া যাঁরা আদায় করছেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছি। শুক্রবার থেকে ডিজেল ও গ্যাসচালিত বাসগুলোতে চিহ্নিতকরণ চিহ্ন দেওয়া হবে। যেসব বাস ডিজেলচালিত সেগুলোতে লাল ও গ্যাসচালিত বাসগুলোতে সবুজ চিহ্ন দেওয়া হবে। শহরের মধ্যে চলাচল করা ৯০ শতাংশই গ্যাসচালিত।’ দূরপাল্লার বাসগুলো ডিজেলচালিত বলে জানান তিনি।
এদিকে মঙ্গলবারের মতো বুধবারও অভিযান চালিয়েছে বিআরটিএ।
অভিযানে নেতৃত্বে দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা (আদালত-১১) জানান, বুধবার রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে সকাল থেকে বিকেল পর্যন্ত দূরপাল্লার বাসে অভিযান চালানো হয়। সিএনজিচালিত ১৭টি, ডিজেলচালিত ২১টিসহ মোট ৩৮টি বাসে অভিযান পরিচালনা করা হয়।
এর মধ্যে দুটি বাস অতিরিক্ত ভাড়া আদায় করেছে। এ জন্য মামলার পাশাপাশি বাস দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এদিন সব মিলিয়ে ৯টি মামলায় ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান একিমিত্র চাকমা।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে