Ajker Patrika

চকরিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত, গ্রেপ্তার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৪১
চকরিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত, গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া চিংড়িজোনের ডেবডেবী এলাকায় এ ঘটনা ঘটে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ।

সকাল সাড়ে দশটার দিকে নিহত একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

নিহত একজনের নাম বাবুল জলদাস (৪০)। তিনি বরইতলী ইউনিয়নের পহরচাঁদা বিবিরকিল এলাকার মৃত নারায়ণ জলদাসের ছেলে।

এ ছাড়া আটক ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম বড় ভেওলার মৃত নজির আহাম্মদের ছেলে আবুল কালাম (৪৫) ও চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হাজিপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে শাহ নেওয়াজ টিপু (৫০)।

র‌্যাব বলছে, নিহত দুজন ডাকাত দলের সদস্য। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৬টি গুলি, ৪টি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‌্যাবের টহল দল ভোররাতে পশ্চিম বড় ভেওলায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থলে গুলিবিদ্ধ দুজনকে পড়ে থাকতে দেখে র‌্যাব। তাঁদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ওসমান গনি বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে স্বজনেরা এসে একজনের মরদেহের পরিচয় নিশ্চিত করেছে। অপরজনের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত