Ajker Patrika

চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯: ৩৬
চট্টগ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালালেন স্বামী

চট্টগ্রামে শাহনাজ কামরুন নাহার (২৫) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে তাঁর স্বামী মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী পালিয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, গৃহবধূ শাহনাজ কামরুন নাহারে বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়। তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে। যদিও এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর স্বামী পটিয়ার শান্তিরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। এই দম্পতি নগরের কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় থাকতেন।

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বুধবার ভোরে সোয়া ৬টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীর বিষয়ে তাদের ইনফরমেশন কপি থানায় পাঠায়। সেখানে উল্লেখ করা হয়, ভিকটিম আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাঁর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল।’

ওসি আরও বলেন, ‘পুলিশ তাঁদের চট্টগ্রামের বাসায় গেলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িওয়ালা আর দারোয়ানের কাছ থেকে জানা যায়, বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে গেছেন গৃহবধূর স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত