খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) দুটি মিছিলের মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে জানান, সকালে দুপক্ষের প্রোগ্রাম চলাকালে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠন একে অপরকে দায়ী করেছে। দুপুরে এক বিবৃতিতে ইউপিডিএফের জেলা সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতন দিবসে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ ছিল। সকালে মিছিল নিয়ে চেঙ্গী স্কয়ারে গেলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পূর্ণমুখী চাকমা (৫৩) স্বামী মৃত শরবিন্দু চাকমা আহত হন। তাঁর বাড়ি খাগড়াছড়ি সদরের পেরাছড়ায়। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা অমর জ্যোতি চাকমা বলেন, ‘পূর্বঘোষিত আমাদের কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে তারা অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাথর মারে। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়।’
এ ছাড়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান।
খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) দুটি মিছিলের মুখোমুখি সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজকের পত্রিকাকে জানান, সকালে দুপক্ষের প্রোগ্রাম চলাকালে হঠাৎ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় উভয় সংগঠন একে অপরকে দায়ী করেছে। দুপুরে এক বিবৃতিতে ইউপিডিএফের জেলা সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা বলেন, ফ্যাসিস্ট হাসিনা পতন দিবসে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফের বিক্ষোভ সমাবেশ ছিল। সকালে মিছিল নিয়ে চেঙ্গী স্কয়ারে গেলে সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা হামলা চালায়।
সন্ত্রাসীদের ছোড়া গুলিতে পূর্ণমুখী চাকমা (৫৩) স্বামী মৃত শরবিন্দু চাকমা আহত হন। তাঁর বাড়ি খাগড়াছড়ি সদরের পেরাছড়ায়। তিনি অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা অমর জ্যোতি চাকমা বলেন, ‘পূর্বঘোষিত আমাদের কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে তারা অতর্কিতভাবে আমাদের ওপর ইট-পাথর মারে। পরে পাল্টাপাল্টি ধাওয়া হয়।’
এ ছাড়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান।
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। গত রোববার রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল।
২ ঘণ্টা আগেচাঁদপুরের হাইমচরে অ্যান্টিভেনম প্রয়োগ করার পরেও বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার ঈশানবালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগেরাজবাড়ীর পাংশায় শহীদ মণ্ডল হত্যা মামলায় তাঁর স্ত্রী রহিমা খাতুন ও পরকীয়া প্রেমিক সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ
৩ ঘণ্টা আগে