Ajker Patrika

হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতার ঘোষণা চবি প্রশাসনের

চবি সংবাদদাতা
হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতার ঘোষণা চবি প্রশাসনের

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অযথা গ্রেপ্তার ও হয়রানি করা হলে সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোটাসংস্কার আন্দোলন কেন্দ্রীক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরণের পরিস্থিতিতে চবির সহকারী প্রক্টর জনাব হেলাল উদ্দিন আহম্মদ (মোবাইল নম্বর ০১৮২৩-৫১৯৮৬৯) ও জনাব রন্টু দাশ (মোবাইল নম্বর: ০১৮১৮-৭৪৪৩৯৩) এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

এ বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম বলেন, আমাদের নিরপরাধ শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি। গতকাল রাতে একজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আমরা তাকে ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে গিয়েছিলাম। তখন ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখিয়ে তাকে ছাড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে পুলিশ। এ ছাড়া ইতিমধ্যে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী ১৭ ও ১৮ তারিখের দিকে আটক হয়েছে বলে খবর পেয়েছি। তাদেরকে জেলে পাঠানো হয়েছে। আটক শিক্ষার্থীদের পরিবার জামিনের বিষয়ে সাহায্য চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত