Ajker Patrika

কর্ণফুলী ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ক্রেন গভীর রাতে পড়ে গেল নদীতে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৫: ৫০
কর্ণফুলী ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত ক্রেন গভীর রাতে পড়ে গেল নদীতে

রাঙামাটির কাপ্তাই এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-রাইখালী ফেরিঘাটে রাঙ্গুনিয়া অংশে কর্ণফুলী নদী ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ক্রেনটি নদীতে পড়ে গেছে। গতকাল শনিবার গভীর রাতে ফেরির ওপর থেকে ক্রেনটি নদীতে পড়ে যায়। তবে তাতে কেউ হতাহত হয়নি।

রাঙামাটি জেলা সওজের উপসহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। দুর্ঘটনার পর লোক পাঠানো হয়েছে। ক্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারের পর নদী ড্রেজিংয়ের কাজ শুরু হবে।’

এদিকে ড্রেজিংয়ের কারণে আজ রোববার ভোর ৬টা থেকে ১৩ মার্চ পর্যন্ত ভোর ৫টা পর্যন্ত এই পথে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাঙামাটি জেলা সওজের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, নাব্যতার সংকট ও জোয়ার-ভাটার কারণে প্রায় সময়ই কাপ্তাই ও রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। তাতে ফেরি পার হতে আসা শত শত যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। নাব্যতার সংকটে প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ সমস্যা নিরসনে নদীর তলদেশ ড্রেজিংয়ের জন্য ক্রেন আনা হলে গতকাল শনিবার রাত ৩টার দিকে সেটি ফেরির ওপর থেকে নদীতে পড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত