কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোসংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ মাদ্রাসাশিক্ষার্থী তাহসিনের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকাসংলগ্ন কর্ণফুলী নদীতে শিশুটির লাশ ভেসে যেতে দেখতে পেয়ে স্থানীয় জেলেরা নদীতীরের কাছাকাছি নিয়ে আসেন। পরে সকাল সাড়ে ৭টায় কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।
তাহসিন চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিল। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেমের ছেলে।
চন্দ্রঘোনা থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার পর সকাল সাড়ে ৯টায় আমিসহ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছাই। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রাইখালী ইউনিয়নের ডলুছড়ি এলাকার বাসিন্দারা শিশুর লাশটি ভেসে যেতে দেখতে পেয়ে আমাকে খবর দিলে সঙ্গে সঙ্গে সেই স্থানে যাই। আমি ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানাই। পরে সকাল সাড়ে ৭টার দিকে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন।’
বগারচর হাক্কানি হেফজখানার পরিচালক মো. শহীদুল ইসলাম জানান, হেফজ বিভাগে অধ্যয়নরত শিশু তাহসিন গত শনিবার বেলা ৩টায় কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে ছোট ডিঙি নৌকায় করে কর্ণফুলী নদী পার হচ্ছিল। এ সময় কেপিএম কয়লার ডিপো এলাকাসংলগ্ন নদীতে পড়ে যায়।
উল্লেখ্য, গত তিন দিন ধরে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদের নেতৃত্বে ১৫ সদস্যের নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিরা শিশুটিকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরাও উদ্ধার অভিযানে সহায়তা করেন।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৩৬ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে