Ajker Patrika

ফেনীতে ৬ মাস আগে অপহৃত কিশোরী উদ্ধার 

ফেনী প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৩১
ফেনীতে ৬ মাস আগে অপহৃত কিশোরী উদ্ধার 

ফেনীতে টানা তিন দিন পুলিশের বিশেষ অভিযানে ছয় মাস আগে অপহৃত কিশোরীকে (১৫) উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে তাকে জেলার দাগনভূঞা থেকে উদ্ধার করা হয়। 

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল রাঙামাটির লংগদু, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, চট্টগ্রাম ও দাগনভূঞা থানায় তিন দিনের টানা অভিযান পরিচালনা করে। পরে গতকাল দিবাগত রাতে তাকে দাগনভূঞা থেকে উদ্ধার করা হয়। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ২০২১ সালের ২২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন-২০০০ (সংশোধিত/০৩) আইনে অপহরণ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৪২। 

ওসি আরও বলেন, দীর্ঘদিনেও তার কোনো খোঁজ পাচ্ছিল না পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত হওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত