হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বন্ধ করা যাত্রী পারাপারের এই আদেশ আজও বলবৎ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম, নলচিরা-চেয়ারম্যানঘাট, তমরদ্দি-চেয়ারম্যানঘাট, জাহাজমারা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তমরদ্দি লঞ্চঘাটের ইজারাদার মিরাজ সর্দার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বিকেলে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। ফলে আজ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। অন্যদিকে আজ সকালে তমরদ্দি ঘাট ও নলচিরা ঘাটে অনেক যাত্রী নদী পারাপারের জন্য অপেক্ষা করছে।
হাতিয়ার ইলেকট্রিক মালের ব্যবসায়ী বাসু দেব নামের এক যাত্রী বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় এমভি ফারহান লঞ্চটি তজুমদ্দিন ঘাট থেকে গতকাল সকালে ঢাকায় ফিরে যায়। পরে এটি হাতিয়ায় আসার কথা ছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। মালিকপক্ষ জানিয়েছে, আবহাওয়া ভালো হলে হাতিয়ার উদ্দেশে লঞ্চটি ছেড়ে আসবে।
হাতিয়া উপজেলার দায়িত্বে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে হাতিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। গত রোববার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু-এক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বাতাসের প্রভাবে হাতিয়ার সঙ্গে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলারসহ সব নৌযানকে উপকূলে অবস্থান নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। নদী উত্তাল থাকায় অভ্যন্তরীণসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বন্ধ করা যাত্রী পারাপারের এই আদেশ আজও বলবৎ রয়েছে বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।
জানা যায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম, নলচিরা-চেয়ারম্যানঘাট, তমরদ্দি-চেয়ারম্যানঘাট, জাহাজমারা-চেয়ারম্যানঘাট ও চরচেঙ্গা-চেয়ারম্যানঘাটসহ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তমরদ্দি লঞ্চঘাটের ইজারাদার মিরাজ সর্দার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বিকেলে ঢাকা থেকে হাতিয়ার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে আসেনি। ফলে আজ হাতিয়া থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যাবে না। অন্যদিকে আজ সকালে তমরদ্দি ঘাট ও নলচিরা ঘাটে অনেক যাত্রী নদী পারাপারের জন্য অপেক্ষা করছে।
হাতিয়ার ইলেকট্রিক মালের ব্যবসায়ী বাসু দেব নামের এক যাত্রী বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় এমভি ফারহান লঞ্চটি তজুমদ্দিন ঘাট থেকে গতকাল সকালে ঢাকায় ফিরে যায়। পরে এটি হাতিয়ায় আসার কথা ছিল, কিন্তু এখনো ফিরে আসেনি। মালিকপক্ষ জানিয়েছে, আবহাওয়া ভালো হলে হাতিয়ার উদ্দেশে লঞ্চটি ছেড়ে আসবে।
হাতিয়া উপজেলার দায়িত্বে থাকা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে হাতিয়ায় বৃষ্টিপাত হচ্ছে। গত রোববার সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত জেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী দু-এক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বাতাসের প্রভাবে হাতিয়ার সঙ্গে সব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাগরে থাকা সব ধরনের মাছ ধরার ট্রলারসহ সব নৌযানকে উপকূলে অবস্থান নিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ প্রদান করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
২০ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩৪ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে