জমির উদ্দিন, চট্টগ্রাম
সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন কম্প্রেশার অপারেটর হিসেবে ১৫ বছর যাবৎ কর্মরত মো. ওসমান (৩৯)। গতকাল বিস্ফোরণস্থলে কাজ করছিলেন তিনি। চোখের পলকে বিকট শব্দে সব তছনছ, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। তিনি ছিটকে পড়েন ১০ ফুট দূরে। পরে নিজেকে আবিষ্কার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে।
আজ রোববার সকালে চমেকের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় আহত ওসমানের দুই পায়ের গোড়ালিতে লোহার ছোট টুকরা ঢুকে গেছে। বুকে-পিঠে জখম হয়েছে। বিকট শব্দে কান ক্ষতিগ্রস্ত হয়ে কম শুনতে পারছেন।
সেখানে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। ওসমান জানান, প্ল্যান্টটিতে অক্সিজেন তৈরি করা হয়। তারপর ৮০ কেজি ওজনের সিলিন্ডারে অক্সিজেন ভরা হয়। তাঁর দাবি, সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে।
ওই কারখানায় কাজ করতেন ফিলিংম্যান হিসেবে আব্দুল মোতালেব (৫৫)। তিনিও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই প্ল্যান্টে এ রকম ঘটনা আগে ঘটেনি। মূলত সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি।’
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে মো. মাসুদ ও প্রভেষ নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের বেশির ভাগই স্বাভাবিক কানে শুনতে পারছেন না।
২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন মারাক (৩২)। তিনি সীমা অক্সিজেন প্ল্যান্টে অপারেটর হিসেবে কাজ করেন। বিস্ফোরণের বিকট শব্দে তাঁর ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কানে তিনি কিছু শুনতে পারছেন না। পাশাপাশি হাঁটু, কোমর ও বুকে আঘাত পেয়েছেন।
রিপনের স্ত্রী সুবর্ণ কক্সি আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের বিকট শব্দে তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম কানে অল্প শুনতে পেলেও ডান কানে কিছু শুনতে পারছেন না।’
একই অবস্থা নওশাদ সেলিমেরও। তিনি অক্সিজেন প্ল্যান্টের প্রধান হিসাবরক্ষক (৫৫)। বিস্ফোরণের সময় তিনি ল্যাপটপে কাজ করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ ল্যাপটপটি জ্বলে ওঠে। বিস্ফোরণের পর অফিসে থাকা কাচ ভেঙে পড়ে। ভবন উড়ে যায়। এ সময় মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হই। পাশাপাশি কানেও কম শুনছি।’
২৬ নম্বর ওয়ার্ডের আবাসিক চিকিৎসক মো. ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের শব্দে অনেকের কানে সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা এখন মেজর সমস্যাগুলো নিয়ে কাজ করছি।’
সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন কম্প্রেশার অপারেটর হিসেবে ১৫ বছর যাবৎ কর্মরত মো. ওসমান (৩৯)। গতকাল বিস্ফোরণস্থলে কাজ করছিলেন তিনি। চোখের পলকে বিকট শব্দে সব তছনছ, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী। তিনি ছিটকে পড়েন ১০ ফুট দূরে। পরে নিজেকে আবিষ্কার করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে।
আজ রোববার সকালে চমেকের ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় আহত ওসমানের দুই পায়ের গোড়ালিতে লোহার ছোট টুকরা ঢুকে গেছে। বুকে-পিঠে জখম হয়েছে। বিকট শব্দে কান ক্ষতিগ্রস্ত হয়ে কম শুনতে পারছেন।
সেখানে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। ওসমান জানান, প্ল্যান্টটিতে অক্সিজেন তৈরি করা হয়। তারপর ৮০ কেজি ওজনের সিলিন্ডারে অক্সিজেন ভরা হয়। তাঁর দাবি, সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে।
ওই কারখানায় কাজ করতেন ফিলিংম্যান হিসেবে আব্দুল মোতালেব (৫৫)। তিনিও ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তিনি মাথায় আঘাত পেয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওই প্ল্যান্টে এ রকম ঘটনা আগে ঘটেনি। মূলত সিলিন্ডারে অতিরিক্ত চাপের কারণে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছি।’
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে মো. মাসুদ ও প্রভেষ নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের বেশির ভাগই স্বাভাবিক কানে শুনতে পারছেন না।
২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন মারাক (৩২)। তিনি সীমা অক্সিজেন প্ল্যান্টে অপারেটর হিসেবে কাজ করেন। বিস্ফোরণের বিকট শব্দে তাঁর ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কানে তিনি কিছু শুনতে পারছেন না। পাশাপাশি হাঁটু, কোমর ও বুকে আঘাত পেয়েছেন।
রিপনের স্ত্রী সুবর্ণ কক্সি আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের বিকট শব্দে তাঁর কান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম কানে অল্প শুনতে পেলেও ডান কানে কিছু শুনতে পারছেন না।’
একই অবস্থা নওশাদ সেলিমেরও। তিনি অক্সিজেন প্ল্যান্টের প্রধান হিসাবরক্ষক (৫৫)। বিস্ফোরণের সময় তিনি ল্যাপটপে কাজ করছিলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ল্যাপটপে কাজ করার সময় হঠাৎ ল্যাপটপটি জ্বলে ওঠে। বিস্ফোরণের পর অফিসে থাকা কাচ ভেঙে পড়ে। ভবন উড়ে যায়। এ সময় মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হই। পাশাপাশি কানেও কম শুনছি।’
২৬ নম্বর ওয়ার্ডের আবাসিক চিকিৎসক মো. ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘বিস্ফোরণের শব্দে অনেকের কানে সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা এখন মেজর সমস্যাগুলো নিয়ে কাজ করছি।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৬ ঘণ্টা আগে