Ajker Patrika

চন্দনাইশে গাছ থেকে পড়ে আহত কলেজছাত্রের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৫: ১৮
চন্দনাইশে গাছ থেকে পড়ে আহত কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে গাছ থেকে পড়ে আহত হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় কলেজছাত্র মো. জাহেদুল ইসলামের (২২) মৃত্যু হয়েছে।

গতকাল রোববার চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত শিক্ষার্থী ওই এলাকার মাহামুদুর রহমান প্রকাশ নুনুর ছেলে ও পটিয়া সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। 

কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ তৌহিদ বলেন, ঘটনার দিন জাহেদ ও তাঁর বন্ধু মসজিদ পরিষ্কারের কাজ করছিল। কাজ শেষে দুপুর ১২টার দিকে ডাবের পানি খাওয়ার কথা বলে মসজিদ প্রাঙ্গণে থাকা নারকেলগাছে ওঠে। ২-৩টি ডাব পাড়ার পর দুর্ঘটনাবশত সে ডালসহ নারকেলগাছ থেকে নিচে পড়ে মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে কেউ থানায় জানায়নি। তবে এ বিষয়ে খবর নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত