ছাগলনাইয়ায় (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা গলির বসর কোম্পানির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মিলি (২৫)। তিনি ওই এলাকার মৃত বসর কোম্পানির ছেলে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন রুবেলের স্ত্রী এবং একই এলাকার মজিবুল হক কোম্পানির মেয়ে।
পুলিশ ও স্বজনেরা জানায়, ২০১৭ সালে হালিমা আক্তার মিলির বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান নেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন আবুল হোসেন রুবেল। আজ বুধবার হাসপাতালে ভর্তি থাকা শাশুড়িকে দেখতে যান এই দম্পতি। পরে দুপুরে বাড়ি ফিরে ফের রুবেল হাসপাতালে যান। এদিকে মিলির মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তাঁর মা-বাবা ও ভাই বোনেরা।
মিলিকে না পেয়ে তাঁর বাড়ি এসে কক্ষের দরজা বন্ধ পান। জানালা দিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দেখেন মিলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত মিলির বাবা বলেন, ‘আমার মেয়ে কিছুদিন যাবৎ অসুস্থ। শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবৎ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ওই বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘরের দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ফেনীর ছাগলনাইয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের আজিজিয়া মাদ্রাসা গলির বসর কোম্পানির বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার মিলি (২৫)। তিনি ওই এলাকার মৃত বসর কোম্পানির ছেলে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন রুবেলের স্ত্রী এবং একই এলাকার মজিবুল হক কোম্পানির মেয়ে।
পুলিশ ও স্বজনেরা জানায়, ২০১৭ সালে হালিমা আক্তার মিলির বিয়ে হয়। এই দম্পতির কোনো সন্তান নেই। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন আবুল হোসেন রুবেল। আজ বুধবার হাসপাতালে ভর্তি থাকা শাশুড়িকে দেখতে যান এই দম্পতি। পরে দুপুরে বাড়ি ফিরে ফের রুবেল হাসপাতালে যান। এদিকে মিলির মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেন তাঁর মা-বাবা ও ভাই বোনেরা।
মিলিকে না পেয়ে তাঁর বাড়ি এসে কক্ষের দরজা বন্ধ পান। জানালা দিয়ে প্রতিবেশী ও স্বজনেরা দেখেন মিলি ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে।
নিহত মিলির বাবা বলেন, ‘আমার মেয়ে কিছুদিন যাবৎ অসুস্থ। শ্বশুর বাড়ির লোকজন দীর্ঘদিন যাবৎ তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে। ওই বাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি হত্যা মামলা করব।’
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, ঘরের দরজা ভেঙে মিলির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে চিটাগাংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ
৪২ মিনিট আগেভোলার চরফ্যাশনে গ্রামীণ অবকাঠামো সংস্কারে ২০২৪-২৫ অর্থবছরে নেওয়া ১৮৮টি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রে কাজ না করেই বরাদ্দের টাকা ও গম উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। কিছু কিছু জায়গায় নামমাত্র কাজ করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৮ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৮ ঘণ্টা আগে