Ajker Patrika

ফেনীতে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনীতে হার্ট অ্যাটাকে পুলিশ সদস্যের মৃত্যু

ফেনী মডেল থানায় কর্মরত গাড়িচালক কনস্টেবল সৌরভ কান্তি সিংহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে ফেনী হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ কান্তিকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, সৌরভ কান্তি ফেনী শহরের বাঁশপাড়া এলাকার মল্লিক ভবনের সপ্তম তলায় শ্বশুরের বাসায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরবাড়ির লোকজন তাৎক্ষণিক ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৌরভের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। 

কনস্টেবল সৌরভ কান্তির মৃত্যুতে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনস্টেবল সৌরভ কান্তি সিংহের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনী একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মচারীকে হারিয়েছে।’ 

ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সৌরভ কান্তি সিংহ ২০১৪ সালের ৯ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। ফেনী জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মরদেহ সৎকার সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সৌরভের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। 

সৌরভ কান্তি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের রতন কান্তি সিংহের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ (৩৩ দিন) রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত