Ajker Patrika

ভিসির পদত্যাগ দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন চবি শিক্ষকেরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২০: ২৮
ভিসির পদত্যাগ দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন চবি শিক্ষকেরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আবারও লাগাতার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। 

আজ শনিবার বিকেলে শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আন্দোলনের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি (রোববার-মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা। 

এর আগে আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে গত ১৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে শতাধিক শিক্ষককে সঙ্গে নিয়ে উপাচার্যকে চিঠি দিতে যান শিক্ষক সমিতির নেতারা। এ সময় উপাচার্য সমিতির নেতাদের চিঠি পড়ে শোনাতে বলেন। সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী চিঠি পড়া শুরু করলে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উপাচার্য তাঁর কক্ষ ছেড়ে কনফারেন্স রুমে চলে যান। পরে উপাচার্যের সঙ্গে কোনো আলোচনা না হওয়ায় বেলা ২টায় নির্বাচন বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি। 

পরবর্তীকালে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। টানা তিন দিন অবস্থান কর্মসূচি শেষে চতুর্থ দিন প্রতীকী গণ-অনশন করে তারা। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করেন তারা। 

শিক্ষক সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অনুষ্ঠেয় নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ ও উদ্ভূত চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষক সমিতির উদ্যোগে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি পালিত হয়ে আসছিল। 

শীতকালীন ছুটি এবং ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে ওই আন্দোলন কর্মসূচি বিগত ২২ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত ছিল। এ অবস্থায়, ৯ জানুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় (জরুরি) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন কর্মসূচি ঘোষণা করার এবং দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী আন্দোলনের কর্মসূচি নির্ধারণ ও ঘোষণার জন্য শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়। 

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরা আমাদের স্থগিতকৃত আন্দোলনে ফিরে যাচ্ছি। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আগামী রবি, সোম ও মঙ্গলবার আমরা অবস্থান কর্মসূচি পালন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত