হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১১ নাবিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার। পরে তাঁদের চট্টগ্রামমুখী একটি জাহাজে তুলে দেওয়া হয়।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইসলামচরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নাবিকদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটি তলা পেটে ডুবে যায়। প্রথমে লাইফ জ্যাকেট পরে মাস্টার নদীতে ঝাঁপ দেন। পরে স্রোতের টানে মাস্টার অনেক দূরে চলে যাওয়ায় তাঁকে আর পাওয়া যায়নি। বাকি ১১ নাবিক সবাই জাহাজের ওপরের অংশ ধরে রেখে ভেসে ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সাগর খুব উত্তাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে দুর্ঘটনার কবলে পড়া নাবিকদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। জাহাজের নাবিকেরা এখন নিরাপদ রয়েছেন।’ তবে নিখোঁজ জাহাজের মাস্টারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নৌ পুলিশের এই কর্মকর্তা।
উদ্ধার হওয়া এক নাবিকের ভাই মো. ওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাছ ধরার ট্রলার আমার ভাইসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি জাহাজে উঠিয়ে দিয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছেন। নিখোঁজ মাস্টারের বিষয়ে তাঁর ভাই কিছু বলতে পারেননি। পানিতে মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।’ অন্য একজনের মোবাইল থেকে তিনি বাড়িতে কথা বলে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি।
ওহিদুল ইসলাম আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।’
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া কার্গো জাহাজের ১১ নাবিককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। এখনো নিখোঁজ রয়েছেন জাহাজের মাস্টার। পরে তাঁদের চট্টগ্রামমুখী একটি জাহাজে তুলে দেওয়া হয়।
এর আগে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার ইসলামচরের কাছে জাহাজডুবির এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নাবিকদের উদ্ধৃতি দিয়ে কোস্ট গার্ড জানায়, প্রবল ঢেউয়ের মধ্যে জাহাজটি তলা পেটে ডুবে যায়। প্রথমে লাইফ জ্যাকেট পরে মাস্টার নদীতে ঝাঁপ দেন। পরে স্রোতের টানে মাস্টার অনেক দূরে চলে যাওয়ায় তাঁকে আর পাওয়া যায়নি। বাকি ১১ নাবিক সবাই জাহাজের ওপরের অংশ ধরে রেখে ভেসে ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সাগর মোহনায়। আমরা একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সাগর খুব উত্তাল থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে দুর্ঘটনার কবলে পড়া নাবিকদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। জাহাজের নাবিকেরা এখন নিরাপদ রয়েছেন।’ তবে নিখোঁজ জাহাজের মাস্টারের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি নৌ পুলিশের এই কর্মকর্তা।
উদ্ধার হওয়া এক নাবিকের ভাই মো. ওহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘একটি মাছ ধরার ট্রলার আমার ভাইসহ ১১ জনকে জীবিত উদ্ধার করে অন্য একটি জাহাজে উঠিয়ে দিয়েছে। তাঁরা সবাই এখন নিরাপদ আছেন। নিখোঁজ মাস্টারের বিষয়ে তাঁর ভাই কিছু বলতে পারেননি। পানিতে মোবাইল নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।’ অন্য একজনের মোবাইল থেকে তিনি বাড়িতে কথা বলে এসব তথ্য দিয়েছেন বলে জানান তিনি।
ওহিদুল ইসলাম আরও বলেন, ‘জাহাজটি চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল। জাহাজে ১২ জন নাবিক ছিলেন।’
কোম্পানীগঞ্জে নেশা করে নিজের মাকে নির্যাতনের অভিযোগে ছেলে তোফাজ্জল ইসলামকে (২২) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পূর্ব ইসলামপুরের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেদেখতে সাধুর মতো, অনেকে পাগলও বলে থাকেন। এমন এক ব্যক্তিকে তিনজন লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দিচ্ছেন। সাধু মানুষটি প্রাণপণ চেষ্টা করেও নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হন। না পেরে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করে বলে ওঠেন—‘আল্লাহ, তুই দেহিস।’
৩১ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেশ্রীনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আজহার (৫২) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ধাইসার সাদ্দামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে