সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষারের সঙ্গে দেখা করতে যাওয়া স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক জিহাদ এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার গ্রামের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সড়কসংলগ্ন বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন ঈদ-পরবর্তী কুশল বিনিময়ে আসতে থাকেন।
জিডিতে আরও বলা হয়েছে, ওমর ফারুক জিহাদ ও তাঁর কয়েক বন্ধু ওই ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাহমুদুল হাসান তুষারের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজি ফোটায়। হামলায় ওমর ফারুক জিহাদ ও আবুল খায়ের নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আহত হয়। আবুল খায়ের সরকারি হাজী এবি কলেজের ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। বিষয়টি আমি প্রশাসন ও দলীয় ফোরামে জানিয়েছি।
হামলায় কারা জড়িত ও কী কারণে এ হামলা হতে পারে, জানতে চাইলে তুষার বলেন, আমার সঙ্গে স্থানীয় কোনো নেতার বিরোধ বা দ্বন্দ্ব নেই। এখন পুলিশের দায়িত্ব কারা জড়িত, তা খুঁজে বের করা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষারের সঙ্গে দেখা করতে যাওয়া স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক জিহাদ এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার গ্রামের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সড়কসংলগ্ন বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন ঈদ-পরবর্তী কুশল বিনিময়ে আসতে থাকেন।
জিডিতে আরও বলা হয়েছে, ওমর ফারুক জিহাদ ও তাঁর কয়েক বন্ধু ওই ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাহমুদুল হাসান তুষারের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজি ফোটায়। হামলায় ওমর ফারুক জিহাদ ও আবুল খায়ের নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আহত হয়। আবুল খায়ের সরকারি হাজী এবি কলেজের ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। বিষয়টি আমি প্রশাসন ও দলীয় ফোরামে জানিয়েছি।
হামলায় কারা জড়িত ও কী কারণে এ হামলা হতে পারে, জানতে চাইলে তুষার বলেন, আমার সঙ্গে স্থানীয় কোনো নেতার বিরোধ বা দ্বন্দ্ব নেই। এখন পুলিশের দায়িত্ব কারা জড়িত, তা খুঁজে বের করা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে