নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কারনেট ডি প্যাসেজ সুবিধায় আসা ২টি বিএমডব্লিউ ব্রান্ডের বিলাসবহুল গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুই বিডারের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে দেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
এ সময় মোহাম্মদ ফখরুল আলম বলেন, দীর্ঘদিন পর দুটি গাড়ি ক্রেতার কাছে তুলে দেওয়া হলো। আশা করি বাকি গাড়িগুলোর নিলাম সম্পন্ন করতে পারব।
হস্তান্তর করা বিএমডব্লিউ কার দুটি জার্মানের তৈরি। জেড ফোর স্পোর্টস অটো মডেলের গাড়িটি নগরের নিমতলার সাইফ অটো মোবাইলস ৫৯ লাখ ৫৭ হাজার টাকায় ক্রয় করেছেন। অপরটি ‘সেভেন থ্রি জিরো এলডি এসই অটো মডেলের’ গাড়ি ডবলমুরিং ডিটি রোডের ফারজানা ট্রেডিং ৬২ লাখ ২৭ হাজার টাকায় ক্রয় করেন।
টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি খুলনার ফুলতলার সুপার জুট মিল লিমিটেড ক্রয় করেন ৪৮ চল্লিশ লাখ ১৭ হাজার টাকায়। তবে সেটি পরে বিডারের হাতে তুলে দেবেন কাস্টমস কর্তৃপক্ষ।
ফারজানা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ সেলিম বলেন, আমরা বিদেশি বায়ারদের পরিবহনের জন্য এ দামি গাড়িটি ক্রয় করেছি। কারণ বিদেশিরা দামি গাড়িতে চলাচল করতে বেশি পছন্দ করেন। এ গাড়ি ক্রয় করে আমি সন্তুষ্ট। তবে, এ গাড়িতে আরও ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করতে হবে।
উক্ত গাড়িগুলোতে ৩৯.১২ শতাংশ সংরক্ষিত মূল্যের শতকরা হার, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৭. ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে উপরিউক্ত মূল্যে পরিশোধ করতে হয়েছে বিডারকে।
প্রসঙ্গত, কারনেট ডি পাসেজ সুবিধায় বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসে ১১২টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়িগুলো ২০১৬ সাল থেকে ৫ বার নিলামে তোলা হয় হয়। সর্বশেষ গত ৩ ও ৪ নভেম্বর ৬ বারের মতো অনলাইন এবং প্রচলিত দুইভাবে নিলামে তোলা হয়। ১১২টি গাড়িতে দরপত্র জমা পড়ে ৫৫১ টি। যেখানে একটি গাড়ির রিজার্ভ ভ্যালু ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা টাকা। কিন্তু দরপত্রে দাম পড়েছে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত। ১১২টি গাড়িতে দাম উঠেছে মাত্র ১৭ কোটি টাকা। এর মধ্যে তিনটি গাড়ি বিক্রির অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। বাকি গাড়িগুলো পরবর্তীতে আবারও নিলামে তোলা হবে।
কারনেট ডি প্যাসেজ সুবিধায় আসা ২টি বিএমডব্লিউ ব্রান্ডের বিলাসবহুল গাড়ি ক্রেতার কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দুই বিডারের হাতে গাড়ির প্রতীকী চাবি তুলে দেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
এ সময় মোহাম্মদ ফখরুল আলম বলেন, দীর্ঘদিন পর দুটি গাড়ি ক্রেতার কাছে তুলে দেওয়া হলো। আশা করি বাকি গাড়িগুলোর নিলাম সম্পন্ন করতে পারব।
হস্তান্তর করা বিএমডব্লিউ কার দুটি জার্মানের তৈরি। জেড ফোর স্পোর্টস অটো মডেলের গাড়িটি নগরের নিমতলার সাইফ অটো মোবাইলস ৫৯ লাখ ৫৭ হাজার টাকায় ক্রয় করেছেন। অপরটি ‘সেভেন থ্রি জিরো এলডি এসই অটো মডেলের’ গাড়ি ডবলমুরিং ডিটি রোডের ফারজানা ট্রেডিং ৬২ লাখ ২৭ হাজার টাকায় ক্রয় করেন।
টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটি খুলনার ফুলতলার সুপার জুট মিল লিমিটেড ক্রয় করেন ৪৮ চল্লিশ লাখ ১৭ হাজার টাকায়। তবে সেটি পরে বিডারের হাতে তুলে দেবেন কাস্টমস কর্তৃপক্ষ।
ফারজানা ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ সেলিম বলেন, আমরা বিদেশি বায়ারদের পরিবহনের জন্য এ দামি গাড়িটি ক্রয় করেছি। কারণ বিদেশিরা দামি গাড়িতে চলাচল করতে বেশি পছন্দ করেন। এ গাড়ি ক্রয় করে আমি সন্তুষ্ট। তবে, এ গাড়িতে আরও ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ করতে হবে।
উক্ত গাড়িগুলোতে ৩৯.১২ শতাংশ সংরক্ষিত মূল্যের শতকরা হার, ১০ শতাংশ অগ্রিম আয়কর, ৭. ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়ে উপরিউক্ত মূল্যে পরিশোধ করতে হয়েছে বিডারকে।
প্রসঙ্গত, কারনেট ডি পাসেজ সুবিধায় বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসে ১১২টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়িগুলো ২০১৬ সাল থেকে ৫ বার নিলামে তোলা হয় হয়। সর্বশেষ গত ৩ ও ৪ নভেম্বর ৬ বারের মতো অনলাইন এবং প্রচলিত দুইভাবে নিলামে তোলা হয়। ১১২টি গাড়িতে দরপত্র জমা পড়ে ৫৫১ টি। যেখানে একটি গাড়ির রিজার্ভ ভ্যালু ধরা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা টাকা। কিন্তু দরপত্রে দাম পড়েছে সর্বোচ্চ ৫৩ লাখ টাকা থেকে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত। ১১২টি গাড়িতে দাম উঠেছে মাত্র ১৭ কোটি টাকা। এর মধ্যে তিনটি গাড়ি বিক্রির অনুমোদন দেয় কাস্টমস কর্তৃপক্ষ। বাকি গাড়িগুলো পরবর্তীতে আবারও নিলামে তোলা হবে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে