রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতার দাবি করা ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ডিশ ব্যবসায়ীর বসতঘরের সামনে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবদুস সোবহান দারোগা বাড়ির ডিশ ব্যবসায়ী আবদুল হালিমের ঘরের সামনে গতকাল শনিবার রাতে এই গুলি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়েজ ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ডিশ ব্যবসায়ী হালিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ২১ মে ফয়েজকে প্রধান আসামি করে রাশেদ, জসিম, রাশেদ (২) ও মো. মহিউদ্দিনকে আসামি করে রাউজান থানায় লিখিত এজাহার দেন হালিমের স্ত্রী সুমি আকতার।
এজাহারে উল্লেখ করা হয়, চাঁদা না দিলে ডিশ ব্যবসায়ী হালিম ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এর পর থেকে একাধিকবার বসতঘরের সামনে গিয়ে গুলি ছোড়ে আতঙ্ক ছড়ানো হয়।
সর্বশেষ গতকাল রাতে গুলি করে বলে অভিযোগ করেন হালিম। তিনি বলেন, ‘আমি ক্ষুদ্র আকারে ডিশ ব্যবসা করে আসছি ১৮ বছর ধরে। আমি বিএনপিকে সমর্থন করায় বিগত সরকারের আমলে আমার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এলাকায় ব্যবসা করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলেছিল ফয়েজ। আমার কাছ থেকে দু-তিন ধাপে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। আরও চাঁদা দিতে না পারায় এখন ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর থেকে বের হতে পারছি না।’
রুবি আকতার নামের এক নারী বলেন, ‘এখানে এসে গুলি করে চলে যায়। আমরা রাস্তায় বের হলে ফয়েজসহ বেশ কয়েকজন আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অশ্লীল মন্তব্য করেন।’
জানতে চাইলে ফয়েজ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন। আবদুল হালিম আওয়ামী লীগের কাউন্সিলর আলমগীর আলীর সহযোগী সন্ত্রাসী, একজন ইয়াবা ব্যবসায়ী। আওয়ামী লীগ হওয়ায় তাকে এলাকা থেকে চলে যাওয়ার চাপ দিচ্ছি আমরা।’
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গোলাগুলির বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে তারা খুব খারাপ লোক। চাঁদার জন্য গোলাগুলি করলেও করতে পারে। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। তবে আগে চাঁদাবাজির এজাহার পেয়েছিলাম। সেটির তদন্ত চলমান রয়েছে। তাদের থানায় আসার জন্য আজ রোববার বলা হয়েছে।’
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতার দাবি করা ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ডিশ ব্যবসায়ীর বসতঘরের সামনে গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা গ্রামের আবদুস সোবহান দারোগা বাড়ির ডিশ ব্যবসায়ী আবদুল হালিমের ঘরের সামনে গতকাল শনিবার রাতে এই গুলি করা হয়।
ভুক্তভোগীদের দাবি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়েজ ২০২৪ সালের ১৭ ডিসেম্বর ডিশ ব্যবসায়ী হালিমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ২১ মে ফয়েজকে প্রধান আসামি করে রাশেদ, জসিম, রাশেদ (২) ও মো. মহিউদ্দিনকে আসামি করে রাউজান থানায় লিখিত এজাহার দেন হালিমের স্ত্রী সুমি আকতার।
এজাহারে উল্লেখ করা হয়, চাঁদা না দিলে ডিশ ব্যবসায়ী হালিম ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এর পর থেকে একাধিকবার বসতঘরের সামনে গিয়ে গুলি ছোড়ে আতঙ্ক ছড়ানো হয়।
সর্বশেষ গতকাল রাতে গুলি করে বলে অভিযোগ করেন হালিম। তিনি বলেন, ‘আমি ক্ষুদ্র আকারে ডিশ ব্যবসা করে আসছি ১৮ বছর ধরে। আমি বিএনপিকে সমর্থন করায় বিগত সরকারের আমলে আমার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এলাকায় ব্যবসা করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে বলেছিল ফয়েজ। আমার কাছ থেকে দু-তিন ধাপে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। আরও চাঁদা দিতে না পারায় এখন ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। একই সঙ্গে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। ভয়ে ঘর থেকে বের হতে পারছি না।’
রুবি আকতার নামের এক নারী বলেন, ‘এখানে এসে গুলি করে চলে যায়। আমরা রাস্তায় বের হলে ফয়েজসহ বেশ কয়েকজন আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে অশ্লীল মন্তব্য করেন।’
জানতে চাইলে ফয়েজ বলেন, ‘আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন। আবদুল হালিম আওয়ামী লীগের কাউন্সিলর আলমগীর আলীর সহযোগী সন্ত্রাসী, একজন ইয়াবা ব্যবসায়ী। আওয়ামী লীগ হওয়ায় তাকে এলাকা থেকে চলে যাওয়ার চাপ দিচ্ছি আমরা।’
যোগাযোগ করা হলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘গোলাগুলির বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে তারা খুব খারাপ লোক। চাঁদার জন্য গোলাগুলি করলেও করতে পারে। আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। তবে আগে চাঁদাবাজির এজাহার পেয়েছিলাম। সেটির তদন্ত চলমান রয়েছে। তাদের থানায় আসার জন্য আজ রোববার বলা হয়েছে।’
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
২৭ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
৪১ মিনিট আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
৪৪ মিনিট আগেফেনীর পরশুরাম সীমান্তে নুরুল ইসলাম (৬৩) নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ সোমবার বিকেলে পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাঁকে ফেরত দেওয়া হয়। এ সময় উভয় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগে