Ajker Patrika

এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৯: ৫১
এক দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ব্যবসায়ী নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দিয়ে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সফিকুল ইসলামের (৬৩) মৃত্যুতে বুধবার স্থলবন্দরে ছুটি ঘোষণা করেন ব্যবসায়ীরা। স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে। তবে এ সময় দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। আজ থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন কর্মকর্তা খায়রুল আলম জানান, এক ব্যবসায়ী নেতার মৃত্যুতে শোক জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এক দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম দিনব্যাপী বন্ধ ছিল। তবে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত