Ajker Patrika

রুমায় কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র–গোলাবারুদ উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রুমায় কেএনএফের আস্তানায় অভিযান, অস্ত্র–গোলাবারুদ উদ্ধার

বান্দরবানের রুমায় মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কয়েকটি টহল দল উপজেলার মুনলাই পাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অতর্কিত সেনা অভিযানে দিশেহারা হয়ে কেএনএফ সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে আস্তানা থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে সেনাবাহিনী কেএনএফের আস্তানা তল্লাশি করে একটি এক-৪৭ রাইফেল, বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ওয়াকিটকিসেট ও ইউনিফর্মসহ ব্যবহার্য অনেক জিনিসপত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, কেএনএফ দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র কার্যকলাপ চালাচ্ছিল এবং এই অভিযান তাদের অবৈধ কার্যকলাপে বড় আঘাত হেনেছে। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে গেছে।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘সেনা অভিযানে কেএমএফের একটি আস্তানা ধ্বংস করা হয়েছে।’ এখনো অভিযান চলছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত