নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীতে হামলার ঘটনায় করা দুই মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় ফজলে করিম নিজেকে রাউজানের সংসদ সদস্য উল্লেখ করে শহরের কোনো ঘটনায় তাঁর সম্পৃক্ততা নেই বলে আদালতের সামনে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে পুলিশের দুটি আলাদা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গত বছরের ৪ আগস্ট (আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন) নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি ও সদরঘাট থানার মামলা দুটি দায়ের হয়েছিল। দুই মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে থাকা এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।
শুনানির সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। এ সময় আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমি রাউজানের সংসদ সদস্য। মেট্রোপলিটন এলাকার কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
তথ্যমতে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালানোর পথে গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আওয়ামী লীগের আমলের পুরো সময় তিনি বিরোধী মতের মানুষসহ পুরো রাউজানবাসীর কাছে ছিলেন ‘মূর্তিমান আতঙ্ক’।
ফজলে করিম চৌধুরী ১৯৯৬ সালের আগে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) রাজনীতিতে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে সেই বছর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়ন পান। কিন্তু জিততে পারেননি। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চট্টগ্রাম নগরীতে হামলার ঘটনায় করা দুই মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। এ সময় ফজলে করিম নিজেকে রাউজানের সংসদ সদস্য উল্লেখ করে শহরের কোনো ঘটনায় তাঁর সম্পৃক্ততা নেই বলে আদালতের সামনে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে পুলিশের দুটি আলাদা আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, গত বছরের ৪ আগস্ট (আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিন) নগরীর নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি ও সদরঘাট থানার মামলা দুটি দায়ের হয়েছিল। দুই মামলার তদন্তকারী কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে থাকা এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।
শুনানির সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিম চৌধুরীকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। এ সময় আদালতের উদ্দেশে তিনি বলেন, ‘আমি রাউজানের সংসদ সদস্য। মেট্রোপলিটন এলাকার কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’
তথ্যমতে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালানোর পথে গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আওয়ামী লীগের আমলের পুরো সময় তিনি বিরোধী মতের মানুষসহ পুরো রাউজানবাসীর কাছে ছিলেন ‘মূর্তিমান আতঙ্ক’।
ফজলে করিম চৌধুরী ১৯৯৬ সালের আগে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) রাজনীতিতে জড়িত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগে যোগ দিয়ে সেই বছর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে মনোনয়ন পান। কিন্তু জিততে পারেননি। ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
সিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৭ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১৫ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
১ ঘণ্টা আগে