কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখার ঘটনায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ অক্টোবর তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউপি সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে ঢুকলে সেখানে ইউপি চেয়ারম্যান ইউছুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখেন। তখন তিনি নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। পরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তখন এ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়কে দায়িত্ব দেওয়া হয়। তাঁর দেওয়া প্রতিবেদনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক ও ইউপি সচিব মিরন উদ্দিন ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়।
এ নিয়ে দৈনিক আজকের পত্রিকার অনলাইনে গত ১৮ সেপ্টেম্বর ‘তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে “ভোট চোর”, তদন্ত শুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তবে এ বিষয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক বলেন, ‘আমি ২০১০ সাল থেকে সুনামের সঙ্গে চর মার্টিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি। ইউপি চেয়ারম্যান তাঁর ভাইকে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দিতে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে অব্যাহতি দিয়েছেন। আমি অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য ডিসি স্যারের কাছে আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও স্যারের সুপারিশের ভিত্তিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে।’
জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখার ঘটনায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ অক্টোবর তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ইউপি সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে ঢুকলে সেখানে ইউপি চেয়ারম্যান ইউছুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখেন। তখন তিনি নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। পরে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তখন এ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায়কে দায়িত্ব দেওয়া হয়। তাঁর দেওয়া প্রতিবেদনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক ও ইউপি সচিব মিরন উদ্দিন ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়।
এ নিয়ে দৈনিক আজকের পত্রিকার অনলাইনে গত ১৮ সেপ্টেম্বর ‘তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে “ভোট চোর”, তদন্ত শুরু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
তবে এ বিষয়ে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক বলেন, ‘আমি ২০১০ সাল থেকে সুনামের সঙ্গে চর মার্টিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি। ইউপি চেয়ারম্যান তাঁর ভাইকে উদ্যোক্তা হিসেবে নিয়োগ দিতে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে অব্যাহতি দিয়েছেন। আমি অব্যাহতিপত্র প্রত্যাহারের জন্য ডিসি স্যারের কাছে আবেদন করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে চর মার্টিন ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইউএনও স্যারের সুপারিশের ভিত্তিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
১ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১২ ঘণ্টা আগে