Ajker Patrika

আনোয়ারায় ছোট ভাইকে হত্যার অভিযোগে নারীসহ গ্রেপ্তার তিন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
নিহত সালামত আলী। ছবি: সংগৃহীত
নিহত সালামত আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় ঘরের পানির পাইপলাইন স্থাপন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে রডের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের নাম সালামত আলী (৫২), তিনি মৃত ছিদ্দিক আহমদের ছেলে। মারধরের সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী শামীমা আকতার (৪০), মেয়ে কুলছুমা আকতার জুনি (২৩) ও হাবিবা আকতার রেশ্মী (১৪)।

ঘটনার পর শামীমা আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় রহমত আলী (৬০), সাজিয়া বেগম (৪৫), রুবেল (৩২), এমরান (২৮) ও আরাফাতকে (২০) আসামি করে মামলা করেছেন। পুলিশ সাজিয়া বেগম, তাঁর ছেলে এমরান ও রুবেলকে গ্রেপ্তার করেছে।

নিহতের স্ত্রী শামীমা আকতার বলেন, ‘বসতঘরের পানি চলাচলের পাইপলাইন স্থাপন নিয়ে আমার ভাশুর রহমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আমরা আনোয়ারা সেনাক্যাম্পে অভিযোগ করলে মঙ্গলবার সেনাক্যাম্পে উভয় পক্ষের সালিস শেষে ঘরে ফেরার পথে ভাশুর রহমত আলী ও তার পরিবারের সদস্যরা লোহার রড নিয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এ সময় আমরা এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা স্বামীকে আনোয়ারা মেডিকেলে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত