Ajker Patrika

ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়ে পোস্ট, ২ ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ছাত্রলীগ থেকে অব্যাহতি চেয়ে পোস্ট, ২ ঘণ্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি

লক্ষ্মীপুরের রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ দলীয় পদ থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নেওয়ার দুই ঘণ্টা পর জানালেন, তাঁর আইডি হ্যাক হয়েছিল। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে অব্যাহতি চেয়ে পোস্ট দেওয়ার পর রাত সাড়ে ১১টার দিকে আইডি হ্যাক হয়েছে দাবি করে পোস্ট দেন তিনি।

তবে মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদের আইডি হ্যাক হয়নি বলে দাবি করেন পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত। তিনি বলেন, ‘আপনারা নিউজ করতে পারেন। পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি তাঁর পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, এটাই সত্য।’

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল বুধবার রাত ৯.২২ মিনিটে নিজের ফেসবুক আইডিতে (রাশেদ রেদোয়ান) ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্যাডে ফরহাদ উদ্দিন রাশেদ স্বাক্ষরিত একটি আবেদন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেন।

তিনি লিখেন, ‘আমি ফরহাদ উদ্দিন রাশেদ দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছি। বর্তমানে আমি রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি আমার ব্যক্তিগত কারণে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি চাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ মডেল ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ উদ্দিন রাশেদ বলেন, ‘কারও প্রতি আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছি।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘দল থেকে ফরহাদ উদ্দিন রাশেদের অব্যাহতির বিষয়টি আমি অবগত নই। এ ব্যাপারে এখনো কোনো চিঠিও পাইনি। তবে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ পদত্যাগ বা অব্যাহতি নিতে পারেন।’

ফেসবুকে পোস্ট করা রাশেদের সেই অব্যাহতিপত্র। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত