Ajker Patrika

টাকা নিয়ে এনআইডি সংশোধন: চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দুদকের টিম। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে দুদকের টিম। ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনিয়মের অভিযোগ রয়েছে চট্টগ্রামের নির্বাচন কার্যালয়ের বিরুদ্ধে। আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়ের দুই শীর্ষ কর্মকর্তার যোগসাজশে এনআইডি সংশোধনে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এর মধ্যে আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালাল দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৮ জুন) দুপুরে এই অভিযান চালায় দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে চার সদস্যের টিম।

দুদক কর্মকর্তারা আঞ্চলিক নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখেন। দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খতিয়ে দেখা হয় বলে জানিয়েছেন এমরান হোসাইন। এ ছাড়া সন্দেহজনক চারটি ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে খোঁজখবর নেন তাঁরা। যদিও এসব অ্যাকাউন্টের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযানের বিষয়ে দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইন সাংবাদিকদের বলেন, ‘চারটি এনআইডি সংশোধনের বিষয়ে খোঁজ নিয়েছি। যেগুলো এরই মধ্যে সংশোধন করা হয়েছে। পাশাপাশি সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে আমরা খতিয়ে দেখেছি। আমাদের কাছে চারটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রয়েছে। যার মাধ্যমে আর্থিক লেনদেন হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। আমরা এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছি। এই ব্যাংক অ্যাকাউন্টগুলো তাদের নয় বলে জানিয়েছে। আমরা অ্যাকাউন্টগুলো কাদের নামে রয়েছে, তা যাচাই করব।’

এ বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ‘দুদক টিম নির্বাচন কমিশন কার্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য চেয়েছিল। আমরা তা দিয়ে সহায়তা করেছি। আমার কার্যালয়ের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চারটি এনআইডি সংশোধনের বিষয়ে তথ্যও নিয়েছে তারা।’ সেই এনআইডির বিষয়গুলো আগেই সংশোধন হয়ে গেছে বলেও জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত