Ajker Patrika

আমার ইন্ধনে ইটভাটা দখল করার অভিযোগটি মিথ্যা: এমপি নদভী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ মে ২০২৩, ২২: ২৫
আমার ইন্ধনে ইটভাটা দখল করার অভিযোগটি মিথ্যা: এমপি নদভী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইটভাটা দখলের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। আজ রোববার আজকের পত্রিকাকে তিনি এ কথা বলেন।  নদভী বলেন, ‘আমার ইন্ধনে ইটভাটা দখল করার অভিযোগটি মিথ্যা। সেখানে আমার কোনো লোক যায়নি। এই ইটভাটাটি যাঁর, তিনিই তাঁর সম্পদ বুঝে নিয়েছেন।’ 

গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন শাহ মজিদিয়া ব্রিকস (এসএমবি) নামে একটি ইটভাটার মালিক কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম। কামালউদ্দিন ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। মোর্তজা বেগম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে ইটভাটায় লুটপাট, ভাঙচুর চালানো হয়। এতে সংসদ সদস্য নদভীর বিরুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগ করেন।

এ বিষয়ে সংসদ সদস্য নদভী বলেন, ‘এমপির কাজ জনগণের পাশে দাঁড়ানো। ন্যায়বিচার দেওয়া এমপির কাজ। অসহায় মানুষকে সহায়তা করতে হবে। এলাকার উন্নয়ন দেখতে হবে। এই ইটভাটাটি শমসু, সালেহ ১০ মাস ধরে অবৈধভাবে দখল করে রেখেছে। একজন মজলুম মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে। আমি বসে দুপক্ষের কাগজপত্র দেখে সমাধান করে দিয়েছি।’ 

নদভী বলেন, ‘আপনি দুপক্ষের কাগজ দেখেন। স্পষ্ট হবেন, কে আসলে ইটভাটাটির মালিক। আমি কিন্তু ন্যায়বিচার করেছি। যার ইটভাটা তাঁর পক্ষে রায় দিয়েছি। যেটি আমার দায়িত্ব। আর যার সম্পদ সে যদি নেয়, এটি কি দখল হবে?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত