রাঙামাটি প্রতিনিধি
ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফজলে এলাহী কালের কণ্ঠ, বিডি নিউজ এবং এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামভিত্তিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং অনলাইন পাহাড় ২৪ ডটকমের সম্পাদক।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানা–পুলিশের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ এর আওতায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এক মামলায় প্রসেস নম্বর ৮১৭/২২ মূলে এলাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরোয়ানা আসার পর কোতোয়ালি পুলিশ তাঁকে কাঁঠালতলি গ্রেপ্তার করেছে। এর বাইরে আমি কিছু জানি না।’ মামলার বাদী নাজনীন আনোয়ার। তিনি রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে।
ফজলে এলাহীকে থানায় নেওয়া হলে রাঙামাটির সাংবাদিকেরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ থানায় ভিড় করেন। থানায় নিয়ে ফজলে এলাহী রাখা হয় ওসি তদন্ত আফজাল হোসেনের কক্ষে।
ফজলে এলাহী এই প্রতিবেদককে বলেন, ‘২০২১ সালে ডিসি বাংলো পার্ক সংক্রান্ত এক নিউজের কারণে নাজনীন আনোয়ার রাঙামাটির আদালতে একটি অভিযোগ দেন। সেখানে প্রথম আসামি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক মামুনুর রশীদ মামুন। আমাকে দ্বিতীয় আসামি করা হয়। এটি আদালত তদন্তের জন্য পুলিশের কাছে পাঠায়। পুলিশ তদন্ত রিপোর্ট দেয় এটি নিষ্পত্তি হয়েছে বলে আমি জানি। এর পরে কি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে চিনু আপার মেয়ে ছিল। তাঁকে খুব এগ্রেসিভ মনে হয়েছে।’
পুলিশ জানিয়েছে, পুলিশের গ্রেপ্তারি পরোয়ানায় রাঙামাটি কোতোয়ালি থানার একটি ডিডির কথা উল্লেখ আছে। যার নম্বর ৭৯৫। এ জিডি মূলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন নাজনীন আনোয়ার। যার মামলা নম্বর ২৮ / ২১। রাঙামাটি কোতোয়ালি থানায় ২০২০ সালের ২৮ ডিসেম্বর করা জিডিতে নাজনীন আনোয়ার অভিযোগ করেন, ‘ডিসি বাংলো পার্ক গ্রহীতাকে নিয়ে ফজলে এলাহী প্রচুর মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন যা ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ মোতাবেক অপরাধ।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমরা এলাহীকে গ্রেপ্তার করেছি। আজ যেহেতু আদালতে তোলার সময় নেই সেহেতু আগামীকাল (বুধবার) তাঁকে রাঙামাটি আদালতে তোলা হবে। সেখান এলাহীর জামিন মঞ্জুর হবে নাকি চট্টগ্রামে পাঠানো হবে তা বিজ্ঞ আদালত আদেশ দেবেন। আদালতে তোলা না পর্যন্ত এলাহী পুলিশের হেফাজতে থাকবেন।’
এ দিকে, এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জেলার সাংবাদিকেরা।
ডিজিটাল নিরাপত্তা আইনে রাঙামাটির সাংবাদিক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ফজলে এলাহী কালের কণ্ঠ, বিডি নিউজ এবং এনটিভির রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি পার্বত্য চট্টগ্রামভিত্তিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম এবং অনলাইন পাহাড় ২৪ ডটকমের সম্পাদক।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি কোতোয়ালি থানা–পুলিশের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ এর আওতায় চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এক মামলায় প্রসেস নম্বর ৮১৭/২২ মূলে এলাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরোয়ানা আসার পর কোতোয়ালি পুলিশ তাঁকে কাঁঠালতলি গ্রেপ্তার করেছে। এর বাইরে আমি কিছু জানি না।’ মামলার বাদী নাজনীন আনোয়ার। তিনি রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর মেয়ে।
ফজলে এলাহীকে থানায় নেওয়া হলে রাঙামাটির সাংবাদিকেরা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ থানায় ভিড় করেন। থানায় নিয়ে ফজলে এলাহী রাখা হয় ওসি তদন্ত আফজাল হোসেনের কক্ষে।
ফজলে এলাহী এই প্রতিবেদককে বলেন, ‘২০২১ সালে ডিসি বাংলো পার্ক সংক্রান্ত এক নিউজের কারণে নাজনীন আনোয়ার রাঙামাটির আদালতে একটি অভিযোগ দেন। সেখানে প্রথম আসামি ছিলেন তৎকালীন জেলা প্রশাসক মামুনুর রশীদ মামুন। আমাকে দ্বিতীয় আসামি করা হয়। এটি আদালত তদন্তের জন্য পুলিশের কাছে পাঠায়। পুলিশ তদন্ত রিপোর্ট দেয় এটি নিষ্পত্তি হয়েছে বলে আমি জানি। এর পরে কি করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে চিনু আপার মেয়ে ছিল। তাঁকে খুব এগ্রেসিভ মনে হয়েছে।’
পুলিশ জানিয়েছে, পুলিশের গ্রেপ্তারি পরোয়ানায় রাঙামাটি কোতোয়ালি থানার একটি ডিডির কথা উল্লেখ আছে। যার নম্বর ৭৯৫। এ জিডি মূলে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন নাজনীন আনোয়ার। যার মামলা নম্বর ২৮ / ২১। রাঙামাটি কোতোয়ালি থানায় ২০২০ সালের ২৮ ডিসেম্বর করা জিডিতে নাজনীন আনোয়ার অভিযোগ করেন, ‘ডিসি বাংলো পার্ক গ্রহীতাকে নিয়ে ফজলে এলাহী প্রচুর মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন যা ডিজিটাল নিরাপত্তা আইন–২০১৮ মোতাবেক অপরাধ।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) কবির হোসেন বলেন, ‘আমরা এলাহীকে গ্রেপ্তার করেছি। আজ যেহেতু আদালতে তোলার সময় নেই সেহেতু আগামীকাল (বুধবার) তাঁকে রাঙামাটি আদালতে তোলা হবে। সেখান এলাহীর জামিন মঞ্জুর হবে নাকি চট্টগ্রামে পাঠানো হবে তা বিজ্ঞ আদালত আদেশ দেবেন। আদালতে তোলা না পর্যন্ত এলাহী পুলিশের হেফাজতে থাকবেন।’
এ দিকে, এলাহীকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবি বুধবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জেলার সাংবাদিকেরা।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে