Ajker Patrika

প্রতিবেশী যুবকের আত্মহত্যার ঘণ্টাখানেক পর তরুণীর আত্মহত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ জুন ২০২২, ২০: ১৯
প্রতিবেশী যুবকের আত্মহত্যার ঘণ্টাখানেক পর তরুণীর আত্মহত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে সাহাব উদ্দিন (৩০) ও ফাতেমাতুজ জোহরা স্মৃতি (১৭) নামে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজনই ওই গ্রামের দরজি বাড়ির বাসিন্দা। 

মৃত সাহাব উদ্দিনের বাবা বাবুল মিয়া বলেন, ‘আজ সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে আম গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। ঠিক কী কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে তা আমরা নিশ্চিত নই। তাই কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’ 

মৃত স্মৃতির মা নাসরিন আক্তার বলেন, ‘প্রায় এক বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি। আমার জামাতা প্রবাসে থাকায় মেয়ে আমাদের বাড়িতেই থাকত। আজ সকালে সাহাবের মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যাই। প্রায় ঘণ্টাখানেক পর নিজের মেয়ের মৃত্যু সংবাদ পাই।’ 

নাসরিন আক্তার আরও বলেন, ‘আমার মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঠিক কী কারণে স্মৃতি আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানি না। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছি।’ 

মৃতদের বাবা-মা দুঃখ প্রকাশ করে বলেন, একই সময়ে দু’জনের আত্মহত্যার ঘটনাটি নিয়ে কেউ কেউ প্রেমঘটিত বলে প্রচারণা চালাচ্ছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর প্রচার করায় আমরা কষ্ট পেয়েছি। এটি ঠিক নয়। 

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, উভয় পরিবারের আবেদনের ভিত্তিতে এবং কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত