Ajker Patrika

বোতলজাত সয়াবিন তেলের ওজনে কারচুপি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ২০: ৪২
বোতলজাত সয়াবিন তেলের ওজনে কারচুপি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা 

খাগড়াছড়ির রামগড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রিতে ওজনে কারচুপির অপরাধে এস আমানত কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভূজপুর থানার হেয়াকো এলাকার সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ মালেক হায়দার। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামগড় উপজেলা বিভিন্ন বাজারে সয়াবিন তেল ওজনে কম দিয়ে বিক্রি করা হচ্ছিল। এ সময় খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ওজনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের এস আমানত নামে একটি কোম্পানির হেয়াকো ভূজপুর থানার পরিবেশক সুমন ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি মো. মালেক হায়দারকে (৪০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের পণ্যে ওজনের কারচুপি করলে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত