কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারে আগাম প্রস্তুতি হিসেবে জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র, ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৯ উপজেলার উপকূলীয় এলাকার ৬ লাখ মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল, ওষুধ ও উদ্ধার সরঞ্জাম মজুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আজ রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম এ প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক জানান, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের আকাশ সারা দিন মেঘাচ্ছন্ন ও গুমোট পরিবেশে বিরাজ করছিল। বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল প্রচণ্ড রয়েছে। পর্যটকদের নিরাপদ দূরত্বে থেকে সমুদ্র সৈকত ভ্রমণের জন্য সতর্ক করছেন টুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও বিচ কর্মীরা। এ ছাড়া বেলা ২টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী বেলা আড়াইটায় কক্সবাজারের উদ্দেশে সেন্টমার্টিন ছেড়েছে বলে জানিয়েছেন জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর। তিনি জানান, এমবি কর্ণফুলী এখনো পথে রয়েছে। কাল সোমবার থেকে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, ‘দুর্যোগ মোকাবিলায় শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম গঠন, শুকনো খাবার, পানি, ওষুধ ও জরুরি সেবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। দুর্যোগ মোকাবিলায় কক্সবাজারে আগাম প্রস্তুতি হিসেবে জেলার ৫৭৬টি আশ্রয়কেন্দ্র, ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। জেলার ৯ উপজেলার উপকূলীয় এলাকার ৬ লাখ মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার, পানীয় জল, ওষুধ ও উদ্ধার সরঞ্জাম মজুত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
আজ রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম এ প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক জানান, দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের আকাশ সারা দিন মেঘাচ্ছন্ন ও গুমোট পরিবেশে বিরাজ করছিল। বিকেল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল প্রচণ্ড রয়েছে। পর্যটকদের নিরাপদ দূরত্বে থেকে সমুদ্র সৈকত ভ্রমণের জন্য সতর্ক করছেন টুরিস্ট পুলিশ, লাইফ গার্ড ও বিচ কর্মীরা। এ ছাড়া বেলা ২টা থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ–রুটে সব ধরনের নৌযান চলাচল পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ এমবি কর্ণফুলী বেলা আড়াইটায় কক্সবাজারের উদ্দেশে সেন্টমার্টিন ছেড়েছে বলে জানিয়েছেন জাহাজ মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর। তিনি জানান, এমবি কর্ণফুলী এখনো পথে রয়েছে। কাল সোমবার থেকে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানান, ‘দুর্যোগ মোকাবিলায় শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি মেডিকেল টিম গঠন, শুকনো খাবার, পানি, ওষুধ ও জরুরি সেবার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’
কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গভীর নিম্নচাপটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এখন ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এতে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
২ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
২ ঘণ্টা আগে