নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে। এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায়, অনেক চামড়া থেকে যায়। ওই চামড়াগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই কারণে কোরবানির ঈদের দিন এবং পরবর্তী দুই দিন নগরীতে বাইরের চামড়া যাতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
বুধবার (২১ মে) দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে’ আয়োজিত সমন্বয় সভায় মেয়র এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির চামড়া প্রবেশ বন্ধ করা গেলে স্থানীয় কোরবানিদাতারা ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রিত চামড়া পড়ে থাকবে না, পরিবেশও দূষিত হবে না।’
চামড়ার বাজার নিয়ে এ কারসাজি ঠেকাতে রাজনৈতিক নেতারা, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখার পক্ষে মত দেন চসিক মেয়র।
এ ছাড়া কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ‘কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘কোরবানির দিন নগরী দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ইতোমধ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে, যেন চামড়া বা বর্জ্যের কারণে পরিবেশ দূষিত না হয়।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ বিভিন্ন সংস্থা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী নগরের বাইরের চামড়া নগরে ঢুকিয়ে চামড়ার দাম কমানোর অপকৌশল অবলম্বন করে। এভাবে দাম পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত দেখা যায়, অনেক চামড়া থেকে যায়। ওই চামড়াগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে মানুষ কষ্ট পায়। এই কারণে কোরবানির ঈদের দিন এবং পরবর্তী দুই দিন নগরীতে বাইরের চামড়া যাতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
বুধবার (২১ মে) দুপুরে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে ‘কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিতে’ আয়োজিত সমন্বয় সভায় মেয়র এ কথা বলেন।
চসিক মেয়র বলেন, ‘চট্টগ্রাম শহরে আশপাশের এলাকার কোরবানির চামড়া প্রবেশ বন্ধ করা গেলে স্থানীয় কোরবানিদাতারা ন্যায্য মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এতে অবিক্রিত চামড়া পড়ে থাকবে না, পরিবেশও দূষিত হবে না।’
চামড়ার বাজার নিয়ে এ কারসাজি ঠেকাতে রাজনৈতিক নেতারা, জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখার পক্ষে মত দেন চসিক মেয়র।
এ ছাড়া কোরবানির চামড়া নিয়ে বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট রোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার ঘোষণা দেন মেয়র। তিনি বলেন, ‘কোরবানি হাটের নিয়ন্ত্রণ নিয়ে কেউ যদি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘কোরবানির দিন নগরী দ্রুততম সময়ে পরিচ্ছন্ন করতে প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের ইতোমধ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়েছে, যেন চামড়া বা বর্জ্যের কারণে পরিবেশ দূষিত না হয়।’
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধি, জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিসিকসহ বিভিন্ন সংস্থা।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
৬ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১১ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
২৬ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে