Ajker Patrika

‘শ্রীলঙ্কার মতো বিপর্যয় ঠেকাতেই তেলের দাম বাড়ানো হয়েছে’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ০৯
‘শ্রীলঙ্কার মতো বিপর্যয় ঠেকাতেই তেলের দাম বাড়ানো হয়েছে’

দেশ যাতে করে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের মুখোমুখি না পড়ে, সে জন্যই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অস্থিরতা মোকাবিলার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলেও জানান তিনি। 

কুমিল্লার পদুয়ার বাজারে আজ রোববার সকালে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ভবনে ফলদ, সৌরশক্তিচালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ প্রদর্শনীর প্লট স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের সময় এ কথা বলেন কৃষিমন্ত্রী। 

বিশ্ববাজারে তেলের দাম কমে এলে প্রধানমন্ত্রী আবার তেলের দাম কমিয়ে আনবেন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, এর জন্য সরকার দায়ী নয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধই এর জন্য দায়ী। যুদ্ধের এই অস্থিরতা মোকাবিলার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে, যাতে করে শ্রীলঙ্কার মতো বিপর্যয়ের মুখোমুখি না পড়তে হয়। আমরা সহনশীল পর্যায়ে থাকতে পারি।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) এ এফ এম হায়াতুল্লাহ। 

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আহম্মেদ, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিএসডিসির প্রকল্প পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বাংলাদেশর ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার তিন শতাধিক কৃষি কর্মকর্তা ও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্তরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত