Ajker Patrika

সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার মামলায় ২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সম্পত্তির জন্য মাকে হত্যাচেষ্টার মামলায় ২ জন কারাগারে

চট্টগ্রামে সম্পত্তির জন্য মাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগে দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

অভিযুক্তরা হলেন-সুমন বড়ুয়া (৪২) ও অনুপম বড়ুয়া (৪০)। তাঁরা চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের অংকুরঘোনা গ্রামের মৃত সৃজিত কুমার বড়ুয়ার ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (রোববার) দুই আসামি হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ 

এর আগে গত ৩ ডিসেম্বর চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে মিনু রানী বড়ুয়া নামে এক নারী সন্তানদের বিরুদ্ধে একটি মামলা করেন। আদালত তখন আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। ১১ ফেব্রুয়ারি আসামিরা উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার শর্তে আগাম জামিন দেন। 

মামলার নথি থেকে জানা গেছে, বাদীর স্বামী সৃজিত কুমার বড়ুয়া মার্স করপোরেশন নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক ছিলেন। জীবিত থাকাকালে তিনি স্ত্রী ও নিজের নামে নগরীর লালখান বাজারসহ একাধিক জায়গায় বাড়ি ও সম্পত্তি ক্রয় করেন। এ সময় সৃজিত কুমার বড়ুয়া বৃদ্ধাশ্রম, চিকিৎসালয় ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণের জন্য কাজ শুরু করেন। ওসব নির্মাণাধীন অবস্থায় তিনি পরে মারা যান। 

স্বামীর মৃত্যুর পরে তাঁর সন্তানেরা মিনু বড়ুয়া রানীকে ওসব সম্পত্তি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু বাদী স্বামীর স্বপ্ন পূরণের জন্য সম্পত্তি বিক্রিতে অস্বীকৃতি জানান। বাদী অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাঁকে মারধর ও গলা টিপে দুবার হত্যার চেষ্টা চালায় সন্তানেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত