Ajker Patrika

জুতা দেখে মিলল শিশুর মরদেহ

প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ৪১
জুতা দেখে মিলল শিশুর মরদেহ

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সেপটিক ট্যাংকে পড়ে মো. নাহিদ হোসেন নামের সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরের মহোদুরী এলাকায় ঘটনা ঘটে।

মৃত নাহিদ হোসেন ওই এলাকার নাজির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদদের পাশের বাসায় একটি সেপটিক ট্যাংকের কাজ চলছিল। ট্যাংকটির ওপর এখনো স্ল্যাব বসানো হয়নি। সকাল থেকে কয়েক দফায় বৃষ্টি হওয়া ট্যাংকের নিচের অংশে পানি জমে যায়। বিকেলে পরিবারের লোকজন নাহিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ট্যাংকের পাশে নাহিদের জুতা দেখতে পায় তাঁরা। পরে ট্যাংকের ভেতরে নাহিদকে পড়ে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে নাহিদকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইজদী ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের লোকজনের অজান্তে দীর্ঘ সময় ধরে ট্যাংকে পড়ে থাকায় পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত