নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চলচিত্রের উন্নয়নে চট্টগ্রামেও বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আদলে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
তিনি বলেছেন, ‘চট্টগ্রামে ৩০ একর জায়গায় এটি নির্মিত হবে। এ বিষয়ে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনে ‘দামপাড়া’ সিনেমা নির্মাণ শুরুর আনুষ্ঠানিকতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। সেখানেই তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে যারা ছবি বানাতে চান, এটা তাঁদের জন্য সুখবর। চট্টগ্রামে ঢাকার এফডিসির আদলে একটি প্রতিষ্ঠান নির্মিত হবে।’ তবে সেটি এফডিসির অধীনেই থাকবে বলেও উল্লেখ করে তথ্যমন্ত্রী।
হাসান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধে তৎকালীন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শামসুল হকের বীরত্বের সত্য ঘটনা অবলম্বনে যে ছবি নির্মিত হচ্ছে তাতে মুক্তিযুদ্ধের সময় পুলিশ যে অবদান রেখেছিল তা মানুষ জানতে পারবে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বাঙালি পুলিশেরা।
‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ছবি নির্মাণ করলে আমার ভালো লাগে, যদি সেটা মুক্তিযুদ্ধের হয় তাহলে তো কথাই নেই!’ যোগ করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ সিনেমা নির্মাণের কথা তাঁদের ছিল না। কারণ এসপি শামসুল হকের স্ত্রী মাহমুদা হক এখনো জীবিত। স্বাধীনতার ৫০ বছরে যুদ্ধ দেখেছেন এমন অনেক সাক্ষী মারা গেছেন। এ রকম ছবি নির্মাণ করে স্মৃতিগুলো সংরক্ষিত করতে হবে।’
অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন সেক্টরে নানা অজানা কিছু ঘটে গেছে। “দামপাড়া” সিনেমায় ঘটে যাওয়া গল্পটিও অজানা থেকে গেছে সবার। আমি চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ দিতে চাই এ সত্যিকার গল্পকে গণমানুষের সামনে তুলে ধরার জন্য। এটি বাংলাদেশ পুলিশের প্রযোজনায় প্রথম সিনেমা। আমি সবার কাছে দোয়া চাইব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন, শহীদ পুলিশ কমিশনার শামসুল হক চৌধুরীর স্ত্রী মাহমুদা হক চৌধুরী, ‘দামপাড়া’ সিনেমার নায়িকা আশনা হাবীব ভাবনা, পরিচালক শুদ্ধমান চৈতন্য, ছবিটির চিত্রনাট্যকার আনন জামান, নির্বাহী প্রযোজক উপকমিশনার বিজয় বসাক প্রমুখ।
চলচিত্রের উন্নয়নে চট্টগ্রামেও বাংলাদেশে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) আদলে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
তিনি বলেছেন, ‘চট্টগ্রামে ৩০ একর জায়গায় এটি নির্মিত হবে। এ বিষয়ে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।’
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইনে ‘দামপাড়া’ সিনেমা নির্মাণ শুরুর আনুষ্ঠানিকতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী। সেখানেই তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে যারা ছবি বানাতে চান, এটা তাঁদের জন্য সুখবর। চট্টগ্রামে ঢাকার এফডিসির আদলে একটি প্রতিষ্ঠান নির্মিত হবে।’ তবে সেটি এফডিসির অধীনেই থাকবে বলেও উল্লেখ করে তথ্যমন্ত্রী।
হাসান মাহমুদ বলেন, ‘মুক্তিযুদ্ধে তৎকালীন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার শামসুল হকের বীরত্বের সত্য ঘটনা অবলম্বনে যে ছবি নির্মিত হচ্ছে তাতে মুক্তিযুদ্ধের সময় পুলিশ যে অবদান রেখেছিল তা মানুষ জানতে পারবে। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বাঙালি পুলিশেরা।
‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে ছবি নির্মাণ করলে আমার ভালো লাগে, যদি সেটা মুক্তিযুদ্ধের হয় তাহলে তো কথাই নেই!’ যোগ করেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানাই, কারণ সিনেমা নির্মাণের কথা তাঁদের ছিল না। কারণ এসপি শামসুল হকের স্ত্রী মাহমুদা হক এখনো জীবিত। স্বাধীনতার ৫০ বছরে যুদ্ধ দেখেছেন এমন অনেক সাক্ষী মারা গেছেন। এ রকম ছবি নির্মাণ করে স্মৃতিগুলো সংরক্ষিত করতে হবে।’
অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে দেশের বিভিন্ন সেক্টরে নানা অজানা কিছু ঘটে গেছে। “দামপাড়া” সিনেমায় ঘটে যাওয়া গল্পটিও অজানা থেকে গেছে সবার। আমি চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ দিতে চাই এ সত্যিকার গল্পকে গণমানুষের সামনে তুলে ধরার জন্য। এটি বাংলাদেশ পুলিশের প্রযোজনায় প্রথম সিনেমা। আমি সবার কাছে দোয়া চাইব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ডিআইজি আনোয়ার হোসেন, শহীদ পুলিশ কমিশনার শামসুল হক চৌধুরীর স্ত্রী মাহমুদা হক চৌধুরী, ‘দামপাড়া’ সিনেমার নায়িকা আশনা হাবীব ভাবনা, পরিচালক শুদ্ধমান চৈতন্য, ছবিটির চিত্রনাট্যকার আনন জামান, নির্বাহী প্রযোজক উপকমিশনার বিজয় বসাক প্রমুখ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৭ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে