নোয়াখালী প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ভোট গ্রহণ চলছে। ভোট চলকালে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্র থেকে সিল মারা অবস্থায় ব্যালট বই উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বাতিল করা হয়। এদিকে সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ ভোটাররা।
আজ সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। ভোট শুরু পর থেকে কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করে ভোর থেকে প্রতিটি কেন্দ্রে আসতে থাকে ভোটাররা। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক, পুরুষদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে বেশির ভাগ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি থাকলেও ভোট গ্রহণ ধীর। আর তাতে অস্বস্তিতে পড়েছেন ভোটাররা। বেশি বিপাকে পড়েছেন লাইনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ নারী-পুরুষেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ইসফাকুল হক মান্না আলিম মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা সহকারী প্রিসাইডিং এর কাছ থেকে ব্যালট পেপারের তিনটি বই নিয়ে তাতে সিল মেরে বক্সে ঢোকায়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে সিল মারা ব্যালট উদ্ধার করা হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কৃষ্ণ গোপাল রায় বলেন, দুজন মেম্বার সমর্থক কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে ৩৫টি ব্যালট নিয়ে সিল মেরে বক্সে ঢোকানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়। জব্দকৃত ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৪৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নটিতে মোট ভোটার রয়েছে ২২ হাজার ৯৫৮ জন, যার মধ্যে ১১ হাজার ৮৪৮ জন পুরুষ ও ১১ হাজার ১১১ জন নারী ভোটার রয়েছেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
৩০ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৪০ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে