কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যথাযথভাবে চলছে না। সরকারের প্রশংসনীয় ও সাহসী জনসেবামূলক এই প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা হলেও জনবলের সংকট এবং লজিস্টিক সাপোর্টের অভাবে এ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী।
জানা গেছে, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করার লক্ষ্য থাকলেও ক্লিনিক করার জন্য প্রয়োজনীয় জমিদাতার সংকটের কারণে কাঙ্ক্ষিতসংখ্যক ক্লিনিক প্রতিষ্ঠা সম্ভব হয়নি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাড়ে চার লক্ষ মানুষের জন্য বর্তমানে মাত্র ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশেরও কম।
২৩টি কমিউনিটি ক্লিনিকে শিশুস্বাস্থ্য, মাতৃত্বকালীন পরিচর্যাসহ প্রাথমিক চিকিৎসায় ২৭ ধরনের ওষুধসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম। তবে জনবলের সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডার, (সিএইচসিপি) সপ্তাহে ছয় দিন এবং একজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী সপ্তাহে তিন দিন করে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে থাকেন। এসব ক্লিনিকে মাসে এক দিন টিকাদান কর্মসূচিসহ ইপিআই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি এক শনিবার সকাল ১০টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা নারুল হুদার বাড়ির সামনে থাকা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল ১০টায়ও তালাবদ্ধ ওই ক্লিনিক, সেবা নিতে আসা লোকজনকে তালাবদ্ধ দেখে ফিরে যেতে দেখা যায়। রড-সিসি ঢালাইয়ের পিলারের ওপর দাঁড়ানো ক্লিনিক ভাবনের নিচে দেখা যায় ঠাসাঠাসিভাবে সাজানো বিশাল লাকড়ির স্তূপ। দেখে মনে হয়নি এটি একটি ক্লিনিক। এদিন তালাবদ্ধ থাকা প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ সেলিম বলেন, টিকা কার্যক্রমে সহায়তার জন্য কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাহজাদপুর (জালিয়া পুকুর) কমিউনিটি ক্লিনিকে গিয়ে সরকার সরবরাহকৃত সাধারণ ওষুধও পায় না বলে অভিযোগ করেছেন সেবা নিতে আাসা কয়েকজন প্রান্তিক নারী। অথচ ওষুধ সরবরাহে তেমন কোনো শৈথিল্যের প্রমাণ মেলেনি। তবে টিকাদান কর্মসূচি ঠিকমতো চলছে বলে অনেকে জানিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, ওই ক্লিনিকে সরবরাহকৃত বিনা মূল্যের ওষুধ জালিয়া পুকুর এলাকার ফার্মেসিগুলোতে অহরহ পাওয়া যায়।
তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আশাবাজার কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকের অবস্থান উপজেলার চরএলাহীর গাঙচিলের আশাবাজারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গত ২৭ সেপ্টেম্বরে এই ক্লিনিকে এক দিনে
১ হাজার ২০০ নরনারীকে কোভিড টিকা দেওয়া হয়।
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সাবেক সিভিল সার্জন ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম কামাল উদ্দিন জানান, প্রকল্পটি ছিল বর্তমান সরকারের সাহসী ও উচ্চাভিলাষী প্রকল্প। কথার অনেক ফুলঝুরি থাকলেও পরিকল্পনা অনুযায়ী জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যথাযথভাবে চলছে না। সরকারের প্রশংসনীয় ও সাহসী জনসেবামূলক এই প্রকল্প জনস্বার্থে গ্রহণ করা হলেও জনবলের সংকট এবং লজিস্টিক সাপোর্টের অভাবে এ থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী।
জানা গেছে, প্রতি ছয় হাজার জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করার লক্ষ্য থাকলেও ক্লিনিক করার জন্য প্রয়োজনীয় জমিদাতার সংকটের কারণে কাঙ্ক্ষিতসংখ্যক ক্লিনিক প্রতিষ্ঠা সম্ভব হয়নি। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সাড়ে চার লক্ষ মানুষের জন্য বর্তমানে মাত্র ২৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, যার মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা লক্ষ্যমাত্রার এক-তৃতীয়াংশেরও কম।
২৩টি কমিউনিটি ক্লিনিকে শিশুস্বাস্থ্য, মাতৃত্বকালীন পরিচর্যাসহ প্রাথমিক চিকিৎসায় ২৭ ধরনের ওষুধসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম। তবে জনবলের সংকটের কারণে প্রান্তিক জনগোষ্ঠীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।
তিনি আরও জানান, প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডার, (সিএইচসিপি) সপ্তাহে ছয় দিন এবং একজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সহকারী সপ্তাহে তিন দিন করে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে থাকেন। এসব ক্লিনিকে মাসে এক দিন টিকাদান কর্মসূচিসহ ইপিআই কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি এক শনিবার সকাল ১০টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা নারুল হুদার বাড়ির সামনে থাকা কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। সকাল ১০টায়ও তালাবদ্ধ ওই ক্লিনিক, সেবা নিতে আসা লোকজনকে তালাবদ্ধ দেখে ফিরে যেতে দেখা যায়। রড-সিসি ঢালাইয়ের পিলারের ওপর দাঁড়ানো ক্লিনিক ভাবনের নিচে দেখা যায় ঠাসাঠাসিভাবে সাজানো বিশাল লাকড়ির স্তূপ। দেখে মনে হয়নি এটি একটি ক্লিনিক। এদিন তালাবদ্ধ থাকা প্রসঙ্গে ডাক্তার মোহাম্মদ সেলিম বলেন, টিকা কার্যক্রমে সহায়তার জন্য কমিউনিটি হেলথ সাপোর্ট প্রোভাইডারদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে।
সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাহজাদপুর (জালিয়া পুকুর) কমিউনিটি ক্লিনিকে গিয়ে সরকার সরবরাহকৃত সাধারণ ওষুধও পায় না বলে অভিযোগ করেছেন সেবা নিতে আাসা কয়েকজন প্রান্তিক নারী। অথচ ওষুধ সরবরাহে তেমন কোনো শৈথিল্যের প্রমাণ মেলেনি। তবে টিকাদান কর্মসূচি ঠিকমতো চলছে বলে অনেকে জানিয়েছেন। কেউ কেউ অভিযোগ করেছেন, ওই ক্লিনিকে সরবরাহকৃত বিনা মূল্যের ওষুধ জালিয়া পুকুর এলাকার ফার্মেসিগুলোতে অহরহ পাওয়া যায়।
তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আশাবাজার কমিউনিটি ক্লিনিক। এই ক্লিনিকের অবস্থান উপজেলার চরএলাহীর গাঙচিলের আশাবাজারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গত ২৭ সেপ্টেম্বরে এই ক্লিনিকে এক দিনে
১ হাজার ২০০ নরনারীকে কোভিড টিকা দেওয়া হয়।
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সাবেক সিভিল সার্জন ও কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম কামাল উদ্দিন জানান, প্রকল্পটি ছিল বর্তমান সরকারের সাহসী ও উচ্চাভিলাষী প্রকল্প। কথার অনেক ফুলঝুরি থাকলেও পরিকল্পনা অনুযায়ী জনবল ও লজিস্টিক সাপোর্টের অভাবে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
১ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৭ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে